আমার অতিরিক্ত শুচিবায়ু সমস্যা আছে৷ অন্য মানুষের ব্যবহার করা জিনিস ধরতে ইতস্তত করি৷ এমনকি বাসার কারো কাছ থেকে কোন জিনিস নিলেই হাত ধুয়ে নেই৷ মনে হয়, তারা সতর্ক না৷ তাই হয়ত নাপাক লেগে ছিল৷
এই সমস্যা শুরু হয়, করোনার পরবর্তী সময়৷ যখন টিভিতে বারবার হাত ধুতে বলতো৷ তখন হঠাত মাথায় আসে আমি বছর দুই আগেও স্বপ্নদোষ বা নাপাক হলে সে ব্যাপারে হয়ত বেশি সতর্ক ছিলাম না৷ আমার শুচিবায়ুর সমস্যা আমি চিহ্নিত করেছি৷ দয়া করে, জানাবেন পবিত্র আছে কিনা৷ আমার সমস্যার উৎস তিনটা জায়গাঃ
১. টয়লেটঃ আমার মনে হয়, আগে কখনও নাপাক অবস্থায় ঘুম ভাংলে আমি হয়ত নাপাক হাতে টয়লেটের দরজা খুলতাম৷ এ বিষয়টা আমার মনে গেথে নিয়েছে৷ তাই আমার মনে হয়, ওই দরজা ধরার পর থেকে নাপাক সারা বাড়ি ছড়িয়ে গেছে৷
যদিও ওই টয়লেটের দরজা টিনের তৈরি৷ ওখানে নাপাক হাত দিয়ে আসলেই ধরতাম কিনা আমি সত্যি নিশ্চিত নই৷
আগে লাগলেও সেটা তো অনেক আগেই শুকিয়ে গেছে৷ আর এ বিষয়টা মাথায় আসার পরে আমি দুইদিন দরজার হাতল ধুয়েছি৷ এরপরও কি টয়লেটের দরজা নাপাক হিসেবে ধরবো! এতো বড় দরজা ধোয়া তো সম্ভব না৷ তাই দরজা ধরলে আমি টয়লেট থেকে বের হয়ে প্রতিবার হাত ধুয়ে নি৷ এ ব্যাপারে সমাধান দিয়েন৷ মানে আমার বাবা-মা তো ওই দরজা ধরে আবার অন্য কিছু ধরে৷ তাই আমার মনে গেথে গেছে সব জিনিসে নাপাকি চলে গেছে৷ এজন্য আমার ব্রাশ, টুথপেষ্ট, টিভি রিমোট এমনকি লাইট/ফ্যানের সুইচ যায় ধরি মনে হয় নাপাক৷ তাই ধরলেই হাত ধুয়ে ফেলি৷ এটা নিয়ে সবাই আমার উপর বিরক্ত৷ কিন্তু বুঝিয়ে বলতে পারিনা, সবাই বোকা বলবে৷ এখন কি আমি বাসার সব জিনিস পবিত্র ধরবো না নাপাক?
২. ছাদের গেটঃ অনেক সময় নাপাক হলে তখন ছাদের গেট খুলে কোলবালিশ, লেপ এগুলো ছাদের দরজা খুলে রোদে দিতাম৷ সেগুলো নাপাক হাতে দিতাম কিনা সন্দেহ হয়৷ যদিও আমি নিশ্চিত নই৷ এজন্য মনে হয় ওই গেট নাপাক৷ কিন্তু গেট তো ধোয়া সম্ভব না৷
৩. মশারিঃ বিছানার চাঁদর রাতে নাপাক হলে সকালে মশারি খুলতে গেলে চাঁদরের উপরে পড়ে। যদিও সকালে চাঁদরের নাপাক শুকিয়ে যাবার পরে হয়ত মশারি উঠানো হয়৷ আবার মশারিতে যদি চাঁদর থেকে কখনো লেগেও থাকে তা তো অনেক আগেই শুকিয়ে গেছে৷ তাহলে কি মশারি টানানো বা উঠানোর পরে আর হাত ধোয়া দরকার?