আসসালামু আলাইকুম,
কিছু সফটওয়্যার কোম্পানি আছে যারা কড়াভাবে কপি করতে নিশেধ করেছে। কপি করাতে তাদের মৌনসম্মতি নেই। তারা
তাদের Terms and Conditions এ বলেই দিয়েছে। তাদের ক্ষেত্রেঃ-
প্রশ্ন-১ঃ সামর্থ্য থাকার পরেও কোনো সফটওয়্যার/থিম/প্লাগিন এর পাইরেটেড কপি ব্যবহার করা কি জায়েজ?
প্রশ্ন-২ঃ সামর্থ্য থাকার পরেও পাইরেটেড কপি ব্যবহার করে কাজ করে ইনকাম করলে কি ইনকামও হারাম হয়ে যাবে?
প্রশ্ন-৩ঃ সামর্থ্য থাকার পরেও বর্তমান ভার্শন না কিনে পুরাতন ভার্শন পাইরেটেড করে ব্যবহার করা কি জায়েজ?
যেমন বর্তমান ভার্শন ৭.১ । পুরাতন ভার্শন ৭.০/৬.৯/৬.৫ ইত্যাদি ব্যবহার করা কি জায়েজ হবে?
প্রশ্ন-৪ঃ পুরাতন ভার্শন পাইরেটেড করে বিক্রি করা কি জায়েজ?
যেমন বর্তমান ভার্শন ৭.১ । পুরাতন ভার্শন ৭.০/৬.৯/৬.৫ ইত্যাদি বিক্রি করলে কি ইনকাম হালাল হবে নাকি হারাম
হবে?
প্রশ্ন-৫ঃ সেইম সফটওয়্যার/থিম/প্লাগিন যেইগুলা মার্কেট আউট মানে কোম্পানি আগে বিক্রি করত কিন্তু এখন আর বিক্রি
করে না। তারা প্রোডাক্টি বিক্রি বন্ধ করে দিয়েছে। এই ধরনের প্রোডাক্ট পাইরেটেড কপি ব্যবহার করা কি জায়েজ?
প্রশ্ন-৬ঃ সেইম সফটওয়্যার/থিম/প্লাগিন যেইগুলা মার্কেট আউট মানে কোম্পানি আগে বিক্রি করত কিন্তু এখন আর বিক্রি
করে না। তারা প্রোডাক্টি বিক্রি বন্ধ করে দিয়েছে। এই ধরনের প্রোডাক্ট পাইরেটেড/কপি করে বিক্রি করলে কি ইনকাম
হালাল হবে নাকি হারাম হবে?