ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত জাবের রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻭَﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -: " «ﻻَ ﻳُﺴْﺄَﻝُ ﺑِﻮَﺟْﻪِ اﻟﻠَّﻪِ ﺇِﻻَّ اﻟْﺠَﻨَّﺔُ» " ﺭَﻭَاﻩُ ﺃَﺑُﻮ ﺩَاﻭُﺩَ.
রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আল্লাহর ওয়াস্তে জান্নাত ব্যতিত ভিন্ন কিছুই চাওয়া যাবে না।(আবু-দাউদ)
(মিশকাত-১৯৪৪)
ইমাম তিবি রাহ,উক্ত হাদীসের ব্যখ্যায় বলেন,
ﻗَﺎﻝَ اﻟﻄِّﻴﺒِﻲُّ: ﺃَﻱْ ﻻَ ﺗَﺴْﺄَﻟُﻮا ﻣِﻦَ اﻟﻨَّﺎﺱِ ﺷَﻴْﺌًﺎ ﺑِﻮَﺟْﻪِ اﻟﻠَّﻪِ، ﻣِﺜْﻞَ ﺃَﻥْ ﺗَﻘُﻮﻟُﻮا: ﺃَﻋْﻄِﻨِﻲ ﺷَﻴْﺌًﺎ ﺑِﻮَﺟْﻪِ اﻟﻠَّﻪِ ﺃَﻭْ ﺑِﺎﻟﻠَّﻪِ، ﻓَﺈِﻥَّ اﺳْﻢَ اﻟﻠَّﻪِ ﺃَﻋْﻈَﻢُ ﻣِﻦْ ﺃَﻥْ ﻳُﺴْﺌَﻞَ ﺑِﻪِ ﻣَﺘَﺎﻉُ اﻟﺪُّﻧْﻴَﺎ، ﺑَﻞِ اﺳْﺄَﻟُﻮا ﺑِﻪِ اﻟْﺠَﻨَّﺔَ، ﺃَﻭْ ﻻَ ﺗَﺴْﺄَﻟُﻮا اﻟﻠَّﻪَ ﻣَﺘَﺎﻉَ اﻟﺪُّﻧْﻴَﺎ ﺑَﻞْ ﺭِﺿَﺎﻩُ ﻭَاﻟْﺠَﻨَّﺔَ،
ভাবার্থ- আল্লাহর নাম এত বড় যে, এই নামের উসিলায় এই তুচ্ছ দুনিয়ার কিছুই যাওয়া যাবে না।হ্যা,আল্লাহর নামের উসিলায় চাওয়ার একমাত্র বস্তুই হচ্ছে জান্নাত।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার বোনের জন্য এরকম কথা বলা উচিৎ হয়নি।তবে যেহেতু উনি বলেই ফেলেছেন, তাই আপনার উচিৎ যথাসাধ্য উক্ত কাজ আঞ্জাম দেয়া।