আসসালামু আলাইকুম। আমি প্রচুর ওয়াসওয়াসায় ভুগছি। আমার প্রশ্নের উত্তর গুলো দিবেন আশা করি।
১. মুয়াল্লাক তালাকের মাসআলা পড়লেই আমার মাথা ব্যথা শুরু হয়। ওয়াসওয়াসা শুরু হয়। সারাক্ষণ ঐ চিন্তাই হতে থাকে। কাজে মন বসে না। এক্ষেত্রে আমার করণীয় কী?
২. আমি পূর্বে আপনাদের প্রশ্ন করেছিলাম যে, "আমি যাকে বিয়ে করবো........."(সেই শব্দটা ওয়াসওয়াসার কারণে লিখলাম না) একদম এভাবে লিখলে তালাক হবে কি না? আপনারা বলেছিলেন, যেহেতু আপনি "তালাক" শব্দটা লিখেননি তাই তালাক হবে না। কিন্তু তাও আমার ওয়াসওয়াসা যাচ্ছে না। মনে হচ্ছে যে মুয়াল্লাক তালাক হয়ে গেছে। আমি মনে হয় আর বিয়ে করতে পারবো না। আমার এলাকায় পরিচিত কোনো আলেম নেই। আপনাদের শরণাপন্ন হচ্ছি। আপনারা আমাকে সাহায্য করুন। কিভাবে এই ওয়াসওয়াসা তেকে মুক্তি পেতে পারি?
৩. বিয়ের ব্যাপারে কোন লেখা বা লেকচার শুনলে মনে মনে হচ্ছে যে, আমার তো মুয়াল্লাক তালাক হয়ে গেছে আমি তো আর বিয়ে করতে পারবো না। আপনারা আমাকে পরামর্শ দিন। কিভাবে আমি এসব চিন্তা এড়িয়ে চলবো?
৪. আমি আমি কখনো মুয়াল্লাক তালাক সংক্রান্ত বাক্য মুখে বলিনি, কাগজেও পুরোটা লিখিনি। শুধু লিখেছি "আমি যাকে বিয়ে করবো......" (কিন্তু কখনো তালাক শব্দটা লিখিনি)। তবুও ওয়াসওয়াসা আসছে?
৫. আমি প্রশ্ন বুঝানোর উদ্দেশ্যে লিখি, "আমি যাকে বিয়ে করবো......" (পুরোটা লিখলাম না, আপনারা বুঝতে পারবেন) এইটা লিখার সময় মনের মধ্যে হতে থাকে, "এইটা মুয়াল্লাক তালাক দেওয়ার উদ্দেশ্যেই লিখা হচ্ছে না তো?" পরে আমি এ চিন্তা পাত্তা না দিয়ে ঐ টা লিখে আলেম কে প্রশ্ন করি। কিন্তু এখন কি এতে মুয়াল্লাক তালাক হলো কি না? আপনারা উত্তরে বলবেন এভাবে মুয়াল্লাক তালাক হবে না। কিন্তু তাও আমার ওয়াসওয়াসা যাচ্ছে না। আমার প্রশ্ন "এইটা মুয়াল্লাক তালাক দেওয়ার উদ্দেশ্যই লিখা হচ্ছে না তো" এরকম কিছু একটা ভাবনা যে আমার মনের মধ্যে উদয় হয়েছিল এটা কি শয়তানের ওয়াসওয়াসা ছিল। আর আমি যে সে ভাবনা উপেক্ষা করেছিলাম তাতে কি আমার ওয়াসওয়াসা উপেক্ষা করা হয়েছে?
৬. আবার এসকল ভাবনা উপেক্ষা করার চেষ্টা করছি। যখনই বিয়ে নিয়ে চিন্তা করি তখনই মুয়াল্লাক তালাকের চিন্তা চলে আসে। এক্ষেত্রে আমি কি করবো?
৭. আমার এলাকায় চেনা বা পরিচিত কোনো আলেম না থাকায় আপনাদের কাছে প্রশ্ন করেছি। আমার মুয়াল্লাক তালাক নিয়ে যে ওয়াসওয়াসা আসছে তা থেকে মুক্তি লাভ করার কিছু গাইডলাইন দিন। প্লিজ। আল্লাহ উত্তম প্রতিদান দেবে।
জাযাকাল্লাহ খইর।