আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
বর্তমানে অনলাইনে অনেক কেনা কাটা করা হয়। বিভিন্ন বুক শপ থেকে ইসলামি বই বা অন্য যেকোনো কিছু।অনেক সময় অর্ডার কনফার্ম এর জন্য/ডেলিভারি ম্যান বাসায় আসার সময় ফোন দেয়। এমতাবস্থায় তাদের সাথে কথা বলা কি জায়েজ হবে?যদি কোনো পুরুষ কে দিয়ে কথা বলাতে অপারগ হই , তবে কি আমার জন্য নন মাহরাম এর সাথে ফোনে কথা বলা জায়েজ হবে?