জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
ওযর বিল জাহালত শরীয়তে রয়েছে।
ওযর বিল জাহালত এর দ্বারা শরয়ী শাস্তি ইত্যাদী তার উপর আরোপ করা হয়না।
শরীয়তের বিধান অনুযায়ী ঐ জাহালত অযর হতে পারবে,যেক্ষেত্রে সে হুকুম সম্পর্কেই অজ্ঞ।
এই জন্য কেহ যদি ফরজ ওয়াজিব বিধান কে এই জন্য না পড়ে যে সে উক্ত বিধান ফরজ ওয়াজিব হওয়া সম্পর্কে জানতোনা।
অথবা সে কোনো হারাম কাজ এই জন্য করেছে যে সে তাহার হারাম হওয়া সম্পর্কে জানতোনা,তো তার এই অজ্ঞতার শরীয়তে গ্রহনযোগ্যতা আছে।
এর ভিত্তিতে তাকে তাকে শাস্তি দেওয়া হবেনা। সে অজ্ঞতার কারনে মা'যুর।
রাসূলুল্লাহ সাঃ বলেন,
وقوله صلى الله عليه وسلم : ( إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ) رواه ابن ماجه (2043)
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)
★কিন্তু যে ব্যাক্তি জানে যে উক্ত কাজ করা হারাম,কিন্তু সে তার শাস্তি সম্পর্কে অবগত নয়,এই ভিত্তিতে যদি সে কোনো হারাম কাজ করে,তাহলে এটাকে ওযর হিসেবে ধরা হবেনা।
কেননা সে এই কাজ হারাম জানা সত্ত্বেও করেছে।
যেমন কেহ যেনা করেছে,কিন্তু সে জানেনা যে এটা হারাম কাজ,তাহলে তার এই অজ্ঞতা অযর হিসেবে ধরা হবে।
আর যদি সে জানতো যে এটা হারাম কাজ,কিন্তু দন্ড বিধি সম্পর্কে জানেনা,তাহলে এটা ওযর হিসেবে ধরা হবেনা।
বিস্তারিত জানুন
(০২)
নিশ্চিত না থাকার কারণে হুরমত প্রমাণিত না হলে আবার প্রকৃতপক্ষে হুরমত প্রমাণিত হয় কিভাবে?
প্রকৃতভাবেও হুরমত সাব্যস্ত হয়নি বলেই ধরা হবে।
,
হুরমতে মুসাহারাত প্রমাণিত হওয়ার ক্ষেত্রে যদি সন্দেহ হয় যে সমস্ত শর্ত পাওয়া গেছে কিনা?
এতে যদি তার কোনোদিকে প্রবল ধারনা না হয়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবেনা।
প্রকৃতভাবেও হুরমত সাব্যস্ত হয়নি বলেই ধরা হবে।
,
প্রশ্নে উল্লেখিত বাবা মার কোনো গুনাহ হবেনা।
তাদের ওযর বিল জাহালত গ্রহনযোগ্য।
,
(০৩)
এখানে প্রাইভেট মেসেজ পাঠাতে পারেন।
কমেন্ট বক্সে প্রশ্ন না করে এখানে যেকোনো মুফতী সাহেবের নিকট প্রাইভেট মেসেজ পাঠাতে পারেন।
জাযাকাল্লাহ।