আমার বড় বোনের ছেলে, বয়স ৭ বছর। ক্লাস ওয়ানে পড়ে।ছোট বেলা থেকেই যথেষ্ট দুষ্টামি করতো।। যত বড় হচ্ছে ওর দুষ্টামির মাত্রা বেড়ে চলেছে।বড়দের কথা শুনে না, একদমই পড়তে চায় না,আগে ফার্স্ট হতো এখন পরীক্ষার খাতায় অর্ধেক পড়া লিখেই আসে না।আরবি হুজুরের কাছেও পড়ে না মন দিয়ে, তখনও খেলার চিন্তা নিয়েই থাকে।।ছোট বোনকে মারে অনেক, একদমই আদর করতে চায় না।। মেরে,বুঝানোর চেষ্টা করে কোনো ভাবেই লাভ হয় না।।ও নিজের দুষ্টামি আর খেলা ছাড়া কিছুই ভাবে না।। ওকে সামলাতে ওর বাবা মা হিমশিম খেয়ে যাচ্ছে। ওর বাবা মায়ের এখন কি করণীয় জানালে উপকৃত হই উস্তায