আসসলামু আলাইকুম।
১) মেয়েরা অপ্রয়োজনে বাহিরে বের না হয়ে পর্দার নিয়তে ঘরে থাকলে সেটা কি ইবাদাত হিসেবে গণ্য হবে? হলে তা নফল ইবাদত হবে নাকি ফরজ হবে?
২)শরীয়ত মোতাবেক কোন কোন প্রয়োজনে মেয়েরা বাহিরে যেতে পারবে ?
৩)মেয়েরা কি মাহরাম ছাড়া ৬০ বা ৭০ কি.মি পরিমান দূরত্ব সফর করতে পারবে?