বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রত্যেক মেডিকেল কলেজের জন্য একটি করে হারবী,মুরতাদ,কাফিরের লাশকে সংগ্রহ করে সকল ছাত্রকে জমায়েত করে শিক্ষামূলক কাটা যেতে পারে।এ অনুমোদন ফুকাহায়ে কেরামদের কেউ কেউ দিয়েছেন।
অযথা কয়েকদিন পরপর লাশ কাটা বিশেষকরে কোনো মুসলমানের লাশ কাটা কখনো জায়েয হবে না।শরীয়তের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যদি কোনো মেডিকেল কলেজে কয়েকদিন পরপর লাশ কাটা হয়,এবং সেখানে থাকাকে বাধ্যতামূলক করা হয়,তাহলে যেহেতু চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের জন্য বিশেষকরে দ্বীনদ্বার শ্রেণীর জন্য এগিয়ে থাকা ও পারদর্শী হওয়া অতীব জরুরী,তাই ইস্তেগফারের সাথে সেখানে উপস্থিত থাকা যাবে।এবং নিজের ক্ষতি না হয়,এমনভাবে প্রতিবাদ করতে হবে।
পোস্টমর্টেম সম্পর্কে জানতে ভিজিট করুন-
619
অভিজ্ঞতা অর্জনের নিমিত্তে প্রয়োজনে প্লাস্টিকের হাড়কে সংগ্রহ করা যেতে পারে।বিস্তারিত জানুন-
1183