আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
167 views
in সালাত(Prayer) by (32 points)
১।মেডিকেলে যারা পড়ে,তাদের মৃত লাশ কাটাকুটা করতে হয়।সে লাশ কোথা থেকে ম্যানেজ হয় তাও হয়তো অনেকে জানেন না।আর এ ধরণের কাটাকুটা ছাড়া বর্তমান যুগের অনেক চিকিৎসা হয়তো করা সম্ভব হবে না।এগিলো কি হারামের পর্যায়ে পড়বে?

২।আমি যদি ভুলক্রমে যোহরের সময় ২ রাকাত সুন্নাতের নিয়্যাত করে নামাজ শুরু করি ও ২য় রাকাতে গিয়ে আমার মনে পড়ে যে ৪ রাকাত পড়তে হবে, তাহলে কি করনীয়।

আমি যদি মনে পড়ার পরে নামাজ শেষ করে ফেলে থাকি, তবে কি নামাজটা আবার আদায় করে নেয়া আমার উপর ওয়াজিব হবে ( যেহেতু আমাই নয়্যাত করে ফেলেছি এই নামাজ আদায়ের )?

৩। নামাজের ভেতর টয়লেতের গতি পেলেকি নামাজ ছেড়ে কাজ সেরে তারপর আবার আদায় করব? এক্ষেত্রে কি সম্পূর্ণটা আবার আদায় করব, নাকি যা বাকি ছিল শুধু তা? এক্ষেত্রে নামাজ ছেড়ে যাওয়ার নিয়ম কি?
যেমন দাঁড়ানো অবস্থায় যদি এমন হয়, তবে কি কিরাতের মাঝ থেকেই সরে যাব?
যখন আবার বাকিটা আদায়েত জন্য দাড়াব, তখন কিভাবে নামাজ শুরু করব? তাকবির তাহরিমা দিয়ে যেখানে ছিলাম সেখানে চলে যাব? ( যদি রুকু বা সিজদারত অবস্থায় নামাজ ত্যাগ করে থাকি তবে কি তাকবির তাহরিনা পাঠ করে সরারসরি রুকুতে যাব? ) ।  এব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলাম ওস্তায।

1 Answer

0 votes
by (675,600 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

(০১)
শরীয়তের দৃষ্টিতে মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানী, মৃত্যুর পরেও তেমন সম্মানী। জীবিত মানুষকে কষ্ট দেয়া যেমন অপরাধ ও গুনাহের কাজ তেমনই মৃত্যুর পরেও কাউকে কষ্ট দেয়া অপরাধ ও গুনাহের কাজ। সুতরাং একান্তু প্রয়োজন ছাড়া কারো লাশ কাটা-ছেড়া নাজায়েজ । 
সূত্র: আবু দাউদ: ৪৫৮, মুয়াত্তা ইমাম মালেক: ২২০, ইমদাদুল ফাতাওয়া: ১/ ৭৪১, কিফায়াতুল মুফতি ৪/ ১৮৮।

এক্ষেত্রে মেডিকেল শিক্ষার্থীদের বিধান জানুনঃ
,
(০২)
মুখে দুই রাকাত নামাজের নিয়ত করিলে,যদি অন্তরে ৪ রাকাত নামাজের নিয়ত থাকে,তাহলে চার রাকাত আদায় করা যাবে।
কোনো সমস্যা নেই 
  
(والمعتبر فيها عمل القلب اللازم للإرادة) فلا عبرة للذكر باللسان إن خالف القلب لأنه كلام لا نية إلا إذا عجز عن إحضاره لهموم أصابته فيكفيه اللسان مجتبى (وهو) أي عمل القلب (أن يعلم) عند الإرادة (بداهة) بلا تأمل (أي صلاة يصلي) فلو لم يعلم إلا بتأمل لم يجز.
(ج: 1، ص: 415، ط: دار الفکر)
যার সারমর্ম হলো এক্ষেত্রে গ্রহনযোগ্য হলো অন্তরের ইচ্ছা,,,,,   

প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু ভুলক্রমে ২ রাকাত নামাজের নিয়ত করেছে,এর অর্থ হলো অন্তরে ঠিকই চার রাকাতের নিয়ত ছিলো।
,
সুতরাং কোনো সমস্যা নেই।      
,
,
(০৩)
হাদিস ও ফিকাহের কিতাবে প্রস্রাব-পায়খানা ও বায়ুর চাপ নিয়ে নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে। 

এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আরকাম রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন নামাজ দাঁড়িয়ে যায়- আর তোমাদের কারও প্রস্রাব-পায়খানার প্রয়োজন দেখা দেয়; সে যেন প্রথমে প্রয়োজন সেরে নেয়।
-জামে তিরমিজি, হাদিস- ১৪২

প্রস্রাব-পায়খানা এবং বায়ুর চাপ নিয়ে নামাজ আরম্ভ করা মাকরূহে তাহরিমি। আর স্বাভাবিক অবস্থায় নামাজ শুরু করার পর নামাজের মাঝে এমন চাপ সৃষ্টি হলে নামাজের পর্যাপ্ত ওয়াক্ত বাকি থাকা সত্ত্বেও এ অবস্থায় নামাজ চালিয়ে যাওয়া মাকরূহ। এ ধরনের ক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে প্রয়োজন শেষ করে পূর্ণ চাপমুক্ত হয়ে নামাজ আদায় করা কর্তব্য।

তবে হ্যাঁ, নামাজের ওয়াক্ত যদি এত কম থাকে, যাতে প্রয়োজন সারতে গেলে নামাজ কাজা হয়ে যাবে; তাহলে সম্ভব হলে এ অবস্থায়ই নামাজ পড়ে নিবে।

অবশ্য পর্যাপ্ত ওয়াক্ত থাকার পরও কোনো ইমাম বা একাকী নামাজ আদায়কারী যদি এ অবস্থায় নামাজ পড়ে নেয় তবে এমনটি করা মাকরূহ হলেও তাদের নামাজ আদায় হয়ে যাবে। পুনরায় পড়া জরুরি নয়। তবে ভবিষ্যতে এরূপ করা থেকে বিরত থাকতে হবে। -রদ্দুল মুহতার: ১/৩৪১, ৬৪৪,

বিস্তারিত জানুনঃ
,
কেহ যদি টয়লেটের  চাপের কারনে নামাজ ছেড়ে দিয়ে টয়লেট করতে যায়,তাহলে তাকে উক্ত নামাজ পুনরায় নতুন করে আদায়  করতে হবে।
এক্ষেত্রে যেখানে ছেড়েছে,সেখান থেকে আদায় করার কোনো সুযোগ নেই।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি বেশি চাপ হয়,তাহলে আপনি যেই অবস্থাতেই থাকুন না কেনো,টয়লেট করতে চলে যাবেন।
ফিরে এসে পুরো নামাজ পুনরায় আদায় করবেন।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 95 views
0 votes
1 answer 151 views
...