আসসালামু আলাইকুম,
প্রশ্ন -1: আগের কুরআন মাজিদ গুলো অনেকদিন পর খুললে একটা ভ্যাপসা গন্ধ এবং ধুলো ধুলো নাকে আসে, এমন কুরআন মাজিদ গুলোকে কি যত্ন সহকারে ছাদে নিয়ে রোদ লাগানো যাবে ? কারণ পড়তে গেলেই ধুলোর জন্য পড়তে কষ্ট হচ্ছে.
প্রশ্ন -2: যেসব কুরআন মাজিদ অনেক পুরোনো, কিছু পাতা ছিড়ে ও গেছে এবং মিসিং আছে, এমন কুরআন মাজিদ এর করণীয় কি ? শুনেছি দাফন করতে হয়,
তাহলে কোন নিয়মে কিভাবে দাফন করতে হবে ?
প্রশ্ন -3:ঘরে যদি কয়েকটা কুরআন মাজিদ থাকে, ঘরের পাঠক যদি সবগুলোই কিছুদিন পর পর পাল্টে পাল্টে পড়েন তাহলে তো সব গুলো কুরআনের হক্ব আদায় করা হবে তাইনা ??