আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
298 views
in সালাত(Prayer) by (102 points)
edited by
১) জোহরের আগের সুন্নত পড়ার সময় অজু ভেঙে যায়।পরে অজু করে এসে দেখি জামাত শুরু হয়ে গেছে তাই জামাত ধরি।এখন ওই সুন্নত বাদ রেখে জামাত ধরায় কি নামাজ হয়েছে?

২)মেহেদী নেওয়া কি সুন্নত?

৩)কেউ যদি বলে মেহেদী ভালো লাগে না বা মেহেদী জাতীয় ঘ্রাণ শুখলে বমি আসে এতে কি কুফরি হবে?

৩) পুরুষদের জন্য নারীদের মত হতে মেহেদী নেওয়া কি হারাম?,

৪) নারীদের মখের সাথে কি চোখ ঢাকাও ফরজ?কোনো নারীর পুরো শরীর ঢাকা থাকলে যদি চোখ দেখা যায় চোখ দেখলেও কি গুনাহ হবে?

৫) নামাজে তিনবার হাত নড়ালে নামাজ ফাসিদ হয়। হাত বাধা অবস্থা থেকে তিনবার খুললে নাকি একবার খুলেই এক জায়গা তিনবার চুলকালে নামাজ ফাসিদ হয়?একটু বুঝিয়ে বলবেন দয়া করে

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


(০১)
আল্লাহ তায়ালা বলেনঃ  
ولا تُبْطِلُوا أَعْمَالَكُمْ} [محمد: 33]
তোমরা তোমাদের আমলকে বাতিল করিওনা।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ} [المائدة: 1]
হে ইমানদারগন তোমরা তোমাদের ওয়াদা,চুক্তি সঠিকভাবে সম্পাদন করো,পূরন করো।
,  
قال الحصکفی : (والشارع فی نفل لا یقطع مطلقا) ویتمہ رکعتین (وکذا سنة الظہر) ( الدر المختار مع رد المحتار : ۵۳/۲، باب ادراک الفریضة ، ط: دار الفکر، بیروت )
সারমর্মঃ 
নফল নামাজ শুরু করলে সেটা ভেঙ্গে ফেলবেনা,বরং দুই রাকাত পূর্ণ করবে,অনুরূপ ভাবে জোহরের সুন্নাত ,,,। 

আরো জানুনঃ 

★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ফরজ নামাজ আদায় হয়ে গিয়েছে,তবে উক্ত সুন্নাত নামাজের কাজা আদায় করতে হবে।
করনীয় ছিলো সেই জোহরের নামাজের পরে উক্ত সুন্নাতের কাজা আদায় করা।
,
(০২)
নারীদের জন্য মেহেদি দেয়া সুন্নাত।মেহেদি না দিলে পুরুষের হাতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়,সেজন্য মহিলাদের জন্য মেহেদি না লাগানো মাকরুহ। (আহসানুল ফাতাওয়া-৯/৬৭)

বিস্তারিত জানুনঃ   

(০৩)
না,এতে কুফরি হবেনা।
এতে কোনো সমস্যা নেই।
এটি মহান আল্লাহর আবশ্যকীয় কোনো বিধান নয়।   
  
(০৪)
জায়েজ নেই।
,
(০৫)
প্রত্যেক রুকনে তিনবার হাত দ্বারা কাজ করা এখানে উদ্দেশ্য ধরা হয়।
যেমন দাড়ানো একটি রুকন,রুকু রকটি রুকন,সেজদাহ একটি রুকন।

উল্লেখ্য যে ওযত বশত তিনবার বা তার চেয়ে বেশি হলে কোনো সমস্যা নেই।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 267 views
...