আসসালামু আলাইকুম, আমার এক আত্মীয়ার মেয়ে সোস্যাল মিডিয়ার মাধ্যমে এক ছেলের সাথে প্রেমে জড়িয়ে পারিবারিকভাবে বিয়ে করতে চাইলে, মেয়ের অভিভাবক পাত্র ও তার পরিবারকে যাচাইয়ের চেষ্টা করে (বিশেষ করে তাদের দ্বীনদারিত্ব)। পাত্র ফজর ছাড়া বাকী ওয়াক্ত সালাত নিয়মিত পড়ার চেষ্টা করে। টাখনুর ওপর কাপড় পড়ে। কিন্তু তার পরিবারের লোকজন সালাত পড়ে না বললেই চলে। উপরন্তু পাত্রের বাবা মহান আল্লাহকে ভালোবেসে নাকি গভীর ধ্যানে থাকে (সালাত পড়ে না, সাপ্তাহিক জুমা তাও নিশ্চিত না) যাকে তারা মারেফত বলে পরিচয় দিয়েছে। উপরন্ত পাত্রের বাবা হিন্দুদের শাখা (এক ধরনের বিশেষ বালা, যা হিন্দু বিবাহিতা নারীরা তাদের মংগলের প্রতিক মনে করে) বিক্রি করে আয় উপার্জন করে এবং তা দিয়েই সংসারের মূল খরচ পরিচালিত হয়। তবে, পাত্রের বাবা সালাতসহ ইসলামের মৌলিক বিধান অস্বীকার করে না। এগুলোকে সে শরিয়ত বলে, আর তার ধ্যান ইত্যাদিকে মারেফত বলে! পাত্রের বাবা, চাচা থেকে শুরু করে জ্ঞাতি গোষ্ঠী প্রায় সবাই এই শাহ অই শাহ এর মুরিদ (সুনির্দিষ্টভাবে কার মুরিদ পাত্রপক্ষ জানাতে অস্বীকার করে! তবে, কথার ভাবে মনে হচ্ছে তারা মাজার পূজারী) (আল্লাহ ভালো জানেন)। পাত্র বাবা চাচারা ধূমপানও করে, তবে পাত্র করে না। পাত্রসহ তার পরিবারে ধর্মীয় মৌলিক বিধি বিধান মেনে চলা হয় না বললেই চলে। এসব বিষয়ে তাদের জ্ঞানেরও অভাব আছে। নিয়মিত পর্দা লংগন হয় এবং মাহরাম, গাইরে মাহরাম এর বাছ বিছার করে না। অধিকন্তু পাত্র বলেছে, তাদের বাড়ি নাকি কোন এক বড় জ্বীনের দায়িত্বে আছে। তাদের পূর্ব পুরুষরা নাকি জ্বীন পুষত (এখন কেউ পুষে কিনা জানায়নি)। প্রায়শই নাকি তাদের বাড়িতে জ্বীন চলাচল করে। কুফুর দিক দিয়েও পাত্রের চেয়ে পাত্রী অনেকাংশে উপরে। উপরন্ত, পাত্রীর পরিবার কঠোর ধর্মীয় অনুশাসন ও দ্বীন পালনের চেষ্টা করে৷ কিন্তু, মেয়ে এ পাত্রের সাথেই বিয়ে বসতে চায়!
এমতাবস্থায়, প্রশ্নগুলো হলোঃ
১) এসব কিছু জেনেও পাত্র শুধু ৪/৫ ওয়াক্ত সালাত পড়ে বলেই কি মেয়ের অভিভাবক মেয়েকে সেখানে বিয়ে দেয়া জায়েজ হবে?
২) পাত্রের বাবা যে হিন্দুদের শাখা বিক্রি করে সংসার চালাচ্ছেন তার উপার্জন বৈধ না অবৈধ?
৩) মেয়ে অভিভাবকের সম্মতি ছাড়াই সেখানে বিয়ে করে ফেললে মেয়ের অভিভাবক সেই বিয়ে ইসলামের আলোকে ও রাষ্ট্রীয় আইনের আলোকে ভেংগে দিতে পারবে কিনা?
৪) মেয়ের অভিভাবক সবকিছু দেখে এটাও ভাবছে যে পাত্রপক্ষ থেকে মেয়ের ওপর ভালোবাসার কালোজাদুও করা হলো নাকি! সেক্ষেত্রে করনীয়?
৫) সর্বোপরি, মেয়ের অভিভাবকের ইসলামের আলোকে এক্ষেত্রে করনীয় কী?