আমার একটা স্কুল ফ্রেন্ড নাস্তিক হয়ে গেছে। গত রোজার সময় একদিন তার সাথে মেসেঞ্জারে আমার চ্যাট হচ্ছিল। এক পর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করে, আমাজন জঙ্গলে যাদের কাছে ইসলাম পৌঁছে নি তাদের কে কেন দোষী করা হবে (এক্সাক্ট শব্দ গুলো মনে নেই, বাট প্রশ্নটা মূলত এরকমই ছিলো)। আমি উত্তরটা দিতে পারি নি। সে বলে, 'এটা আল্লাহর দোষ' (নাউজুবিল্লাহ)।
তার এ ব্যাপারটা আমি নিতে পারি নি। আমার নিজেকে দোষী মনে হচ্ছিলো এই ভেবে যে, যে আমার আল্লাহকে দোষী বলে তার সাথে বন্ধুত্ব রাখাটা ঠিক হবে না। তাই, আমি ওকে মেসেঞ্জারে ব্লক করে দেই এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেই। একটু বুঝতে পারছি না কাজটা আমি ঠিক করলাম কি না। আসলে, ওর সাথে আমার ক্লাস সিক্স থেকে বন্ধুত্ব। এখন, দুজনেরই ভার্সিটি লাইফ শেষ। আমারপ্রশ্ন হচ্ছে, ওর সাথে যদি সাধারণ বন্ধুত্ব রাখি এবং ধর্মীয় বিষয়ে কোন আলোচনা না করি এটা কি উচিৎ হবে? নাকি কোন ধরণের সম্পর্ক রাখা যাবে না?