আসসালামুআলাইকুম, আমরা সাধারনত কম দুরুত্বে কোথাও যেতে রিকশাতে চলাচল করি। যেহেতু আমরা নির্দিষ্ট স্থানে সবসময়ই চলাচল করি, তাই আমরা সেখানের ভাড়া সম্পর্কে অবগত। কিন্তু কোনো রিকশা চালক যদি ৫-১০ টাকা বেশি চায়, তখন যদি আমরা তাকে বলি আমরা এখানে নিয়মিত অমুক টাকায় আসি এবং তাকে ওই এক্সট্রা ৫-১০ টাকা না দিয়ে নিয়মিত যে ভাড়ায় যাই, সেই টাকাটাই দেই, তাহলে কি তার হক নষ্ট করা হবে?