আসসালামু আলাইকুম।
আমি একটা ব্যাপারে জানতে চাই। আমরা জানি, শ্বশুর আর মেয়ে-জামাই মাহরাম। ছেলের বউ হিসেবে কেউ যদি শ্বশুরের সামনে একদম পরিপূর্ণভাবে মার্জিত হয়ে চলে, তাঁর সরাসরি সংস্পর্শ এড়িয়ে নিজ দায়িত্ব পালন করে। শ্বশুর এর সামনে সবসময় মুখ আর হাতের কবজি, পায়ের পাতা বাদে শরীরের সব অঙ্গ ঢেকে রাখে। সাজগোজ করেও তার সামনে না যায়, এমতাবস্থায়ও যদি ছেলের বউয়ের প্রতি ভুলক্রমেও শ্বশুর মুগ্ধ হন- যদিও সাথে সাথেই তওবা করেন বা দৃষ্টি আর মনকে সংযত করেন তবুও কি ছেলে আর ছেলের বউ একে অন্যের জন্য হারাম হয়ে যাবে? এক্ষেত্রে তো দোষ শ্বশুরের। তার দায়ে ছেলের বউ-ছেলের বিয়ে কেন হারাম হবে? এটা একটু জানতে চাই।
একই সিচুয়েশনে জামাই-শাশুড়ির ক্ষেত্রে হলেও। সেক্ষেত্রে আসল সত্যটা কী?
আসলে আমার এক পরিচিত বলেছেন যে সামান্য কিছু ও মনে এলে বিবাহ হারাম হবে।