আসসালামু আলাইকুম শায়েখ।
এক ছোট বোনের প্রশ্ন।
১. আমি দশম শ্রেণির শিক্ষার্থী। আমার পরিবার আমাকে বোরকা কিনে দিচ্ছে না। তারা বলছে কলেজে উঠলে কিনে দিবে এখন না। আমি এতদিন সেলোয়ার-কামিজ ও মাথায় হিজাব পড়তাম। এখন পুরোপুরি পর্দা করতে চাই যার জন্য বোরকা অতিব জরুরি। এমতাবস্থায় বোরকা কিনে না দেওয়া হলে আমি যদি ফুলহাতা ঢিলেঢালা সেলোয়ার-কামিজ এর সাথে ভালো করে মোটা ওড়নার হিজাব পড়ি এবং পায়ে মোজা পড়ি এতে কি আমার পর্দা হবে?? কোনো গুনাহ হবে কি??
২. হিজাব পড়তে দেয়া হলেও আমাকে নিকাব পড়তে দিবে না। তাই মাস্ক পরলে কি নিকাবের উদ্দেশ্য পূরণ হবে?? আলহামদু লিল্লাহ এখন মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
৩. কেউ যদি কালো বোরকা পরতে চায়, কিন্তু তাকে যদি অন্য রঙের বোরকা কিনে দেয়া হয় এবং যদি সেটাতে কোনো ধরনের কারুকাজ না থাকে সেটা পরতে কি কোনো সমস্যা আছে? কারণ কারুকাজ করা বোরকা সবার দৃষ্টি আকর্ষণ করে। এজন্য কালোই শ্রেয়।
শায়েখ দয়া করে সমাধান দিন। আমার জন্য দুআ করবেন যেন আমি পরিপূর্ণ পর্দা করতে পারি এবং আল্লাহ তায়ালা যেন আমার পরিবারকে বুঝ দান করেন। জাযাকাল্লাহ খায়ের শায়েখ।