আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
১)প্রাইভেটের শেষ দিন মানে যাকে বলা হয় বিদায় দিবস(!),এমন দিনে কি উপস্থিত হওয়া যাবে।এটি রেগ ডে না।যদি পরিপূর্ণ পর্দা করে যাই,এবং কোনো ছেলেদের সাথে অপ্রয়োজনে কথা না বলি আর কোনো হারামে না জড়াই,ইন শা আল্লাহ।
২)এক্ষেত্রে কিছু নসিহাহ করুন যেগুলো মেনে চলতে হবে।
৩) স্যার আমাদের সবাইকে কিছু উপহার দিতে চেয়েছেন, সেগুলো কি নেওয়া যাবে?
৪)সবাই মিলে স্যারকেও কিছু দেওয়ার প্ল্যান করেছে।এক্ষেত্রে একটি মত পেশ করেছে গিটার দেওয়ার ব্যাপারে।বাট এটি তো হারাম। আমি কি ইসলামিক সেন্সে আমার মত প্রকাশ করতে পারি যাতে ওরা গিটার না দেয়।মানে বলার সময় ছেলে সহপাঠীরা শুনলে কি গুনাহ হবে?
৫)অনেকেই বলেছে কেক,টি শার্ট, চকলেট,ঘড়ি,ওয়াল পেইন্টিং ইত্যাদি দেওয়ার কথা। এগুলো কি দেওয়া যাবে?যদি ওরা বলে চাঁদার টাকা দিয়ে এসবের সাথেও ইসলামিক বই বা কিছু দিয়ে দিবে, তাহলে কি সেখানে চাঁদা দেওয়া যাবে।এক্ষেত্রে করণীয় কি যেহেতু ওইদিন স্যার যেতে বলবেন আর কিছু না দিলে খারাপ দেখা যায়!
৬)যদি কেক কাটা হয় এবং আমাকে দেয়া হয়, তা কি গ্রহণ করা/খাওয়া যাবে?
৭)স্যারকে দেওয়া যায় এমন কিছু সাজেস্ট করবেন প্লিজ। কোনো বই বা এমন কিছু যা স্যারের দ্বীনের জন্য সহায়ক হবে আর আমরাও সাওয়াব পেতে পারি।স্যার প্র্যাকটিসিং না।
৮)যদি অনেক প্রয়োজন হয় তাহলে কি আমি ifatwa তে এক মাসে ৪ টার অধিক প্রশ্ন করতে পারি,করলে কি গুনাহ হবে?
৯)এক মাসে ৪ টার অধিক প্রশ্ন করার দরকার হতে পারে এটার জন্য কি আমি একাধিক একাউন্ট ইউজ করে প্রশ্ন করতে পারি?এটি কি প্রতারণা হবে?গুনাহ হবে কি?