ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)ফিতনার আশংকা না থাকলে একজন মেয়ে শিক্ষার্থী নন-মাহরাম শিক্ষককে মেসেজ দিতে পারবে পড়ালেখার প্রয়োজনে।
(২) যুবতি মহিলার সালামের জবাব প্রদান পুরুষের জন্য ওয়াজিব নয়। সুতরাং ছাত্রীদের জন্য সালাম না দেয়াই কাম্য।ফিতনার আশংকা থাকলে তখন সালাম দেয়া জায়েয হবে না।
(৩)জ্বী, মহিলারা ঘরে গেঞ্জি বা টপস পড়তে পারবে।তবে যদি ঘরে গায়রে মাহরাম বা বে'আমল-ফাসিক মহিরাদের আনাগোনা থাকে, তাহলে ঐ ঘরে মহিলারা গেঞ্জি পড়তে পারবে না।