ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1524
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু পারিবারিক ভাবে আপনাদের বিয়ে প্রায় ঠিকঠাক, তাই ভালোমত যাতে বিয়ে এগোয়, সেইজন্য আপনারা দু'আ দুরুদ করতে পারেন।এটা নাজায়েয হবে না।
(২)
যেহেতু কুসংস্কার উপলক্ষ্যে এই টাকা আপনাকে হাদিয়া দেয়া হয়েছে, তাই আপনি এই টাকাকে খরচ না করে বরং সদকাহ করে দেবেন।