আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
275 views
in পবিত্রতা (Purity) by (58 points)
আচ্ছালামু আ'লাইকুম হুজুর, হায়েজ এর আগের মাসের দিন ভুলে গেলে চলতি মাসে কিভাবে বুঝবে সেটা হায়েজ নাকি ইস্তেহাজা।

 https://photos.app.goo.gl/h5X3oHQU6zt8v9dg6

এই ছবিতে হায়েযের দিন অথবা সময় ভুলে গেলে শিরোনামের ২ টা পয়েন্ট উদাহরণ সহ যদি বুঝিয়ে দিলে উপকৃত হবো।
আগের প্রশ্নের কমেন্টে এটা উল্লেখ করেছিলাম হয়তো খেয়াল করা হয়নি, তাই উত্তর পায়নি।
(আগের প্রশ্ন লিংক: https://ifatwa.info/30326/)

২. উস্তায, মাঝে মাঝে বাসায় পানির সমস্যা হয়। ফরয গোসলের ক্ষেত্রে মাঝে মাঝে গোসলের পানি পর্যন্ত থাকে না। খাবার পানি ফিল্টারে বা কলসিতে থাকে কিন্তু তা আমার জন্য যথেষ্ট না। হয়তো পাশের ফ্ল্যাটে বা মূল ট্যাংকি তে কিছু পানি থাকতে পারে, এলাকায় পানি থাকতে পারে কিন্তু অত রাত্রে সম্ভব না আনা(কারো বাসায় চাওয়া যাবে কারণ রাত) এক্ষেত্রে করণীয় কি উস্তায??

1 Answer

0 votes
by (572,970 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-

(০১)
প্রথমেই আমরা একটি মাসয়ালা জেনে নেইঃ-

শরীয়তের বিধান অনুযায়ী তুহর তথা দুই হায়েজের মাঝে পবিত্রতার সর্বনিম্ন সীমা পনেরো দিন।
এই পনেরো দিনের মধ্যে কোনো রক্ত আসলে সেটি হায়েজ নয়,বরং সেটি ইস্তেহাজা তথা অসুস্থতা।
এই সময়ে নামাজ রোযা আদায় করতে হবে।    

হজরত হান্নাদ [রহ] আম্মাজান আয়েশা [রা]-এর হাদিস বর্ণনা করেছেন যে, ফাতিমা বিনতে হুবাইশ নামক এক নারী একবার রাসুল [সা]-এর সমীপে এসে বললো, হে আল্লাহর রাসুল, আমি একজন ইস্তেহাযাগ্রস্ত মেয়ে। আমি তো পাক হই না। তাই আমি কি নামাজ পড়া ছেড়ে দেবো? রাসুল [সা] বললেন, না, কারণ এ রক্ত হায়েযের নয়; বরং এ হলো শিরা থেকে বেরিয়ে আসা রক্ত। সুতরাং যখন তোমার হায়েযের নির্ধারিত দিনগুলি আসে তখন সে দিনগুলি নামাজ ছেড়ে দেবে। আর হায়েযের দিন চলে গেলে তোমার রক্ত ধুয়ে নেবে এবং নামাজ আদায় করবে। [তিরমিজি, হাদিস-১২৫]
     
,
★ উভয় হায়েজের মাঝে কমপক্ষে পনেরো দিন পবিত্রতা ধরতে হবে।
হায়েজ শেষ হওয়ার পরদিন থেকে পনেরো দিন গণনা করা হবে।
এই পনেরো দিনের মধ্যে কোনো রক্ত আসলে সেটাকে ইস্তেহাজা তথা অসুস্থতা ধরতে হবে।
নামাজ রোযা আদায় করতে হবে।

পনেরো দিন থেকে বেশি পবিত্রতা হলে তো হায়েজের দিন গুলো চিনতে কোনো  সমস্যাই নেই।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি মহিলার আগের মাসের হায়েজ আসার দিন তারিখ মনে না থাকে,তাহলে এই মাসে যেদিন রক্ত আসবে,সেই রক্ত আসার দিন সে হিসাব করবে যে আগের মাসে কবে হায়েজ শেষ হয়েছিলো? সে কবে থেকে নামাজ আদায় করছিলো?
সেদিন থেকে এই মাসের রক্ত আসার দিনের মাঝে ১৫ দিন অতিবাহিত হয়েছে কিনা?
যদি ১৫ দিন অতিবাহিত হয়ে থাকে,তাহলে ব্যাস,আর ভাবার প্রয়োজন নেই।
সে এই মাসের এই রক্তকে হায়েজ ধরে নিবে।
নামাজ বন্ধ রাখবে।
,
আর যদি এই মাসের রক্ত আগের মাসের রক্ত বন্ধ হওয়ার ১৫ দিন অতিবাহিত হওয়ার আগেই এসে থাকে,তাহলে ১৫ দিন পূর্ণ হওয়ার দিন পর্যন্ত সেই রক্তকে ইস্তেহাজা হিসেবে ধরবে।
নামাজ চালিয়ে যাবে।
এর পরবর্তী দিন থেকে হায়েজ ধরবে।

★আগের মাসে কোন দিন থেকে তার হায়েজ শেষ হয়েছিলো বা কোন দিন থেকে সে নামাজ শুরু করেছিলো,এটি মনে না আসলে প্রবল ধারনার ভিত্তিতে নির্ণয় করবে।    
,
আরো জানুনঃ   

(০২)
এক্ষেত্রে তায়াম্মুমের সুযোগ হবেনা।
পানির জন্য অপেক্ষা করতে হবে।
পানি আসার পর,বা যেকোনো ভাবে পানি সংগ্রহের পর তা দিয়ে গোসল করেই নামাজ আদায় করতে হবে।
যদি এইভাবে কোনো নামাজের ওয়াক্ত চলে যায়,তাহলে সেই ওয়াক্তের নামাজ কাজা আদায় করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 181 views
0 votes
1 answer 184 views
+1 vote
1 answer 180 views
0 votes
1 answer 257 views
...