বিসমিহি তা'আলা
সমাধানঃ-
নারী-পুরুষের পৃথক পৃথক যানবাহন হওয়াই উচিৎ ছিলো।যে ব্যবস্থাপনার দায়িত্ব ছিলো সরকার মহলের।সে জন্য এর জবাবদিহিতা সরকারকেই করতে হবে।এবং এমন মন-মানষিকতা সম্পন্ন সরকার কেন আমরা সবাই গঠন করিনি,সেজন্য আমাদের সবাইকে পরকালে জবাবদিহি করতে হবে।
আল্লাহ মুসলিম উম্মাহকে আবার এক খলিফার অধিনে কুরআনি শাষনে নিয়ে আসুক,আমীন।
যাইহোক,যেহেতু ইসলামি হুকুমত প্রতিষ্টার প্রধানতম দায়িত্ব পুরুষের,সেটা যখন সম্ভব হয়নি, তাই অন্তত যানবাহনে মহিলার জন্য সিট ছেড়ে দেয়ার কাজটা পালন করা পুরুষ দায়িত্ব ও একান্ত কর্তব্য।
তাছাড়া শারিরিক গঠন হিসেবেও যানবাহনে পুরুষের জন্য দাড়িয়ে যাওয়াটা যুক্তিসংগত।
তাই দুজনি কোনো সিটে প্রথমেই কোনো নারী বসে থাকলে সেখানে অন্য কোনো নারীকে বসতে দেয়াই উচিৎ।যদি অন্যকোনো নারী না বসে,তাহলে সেটা খালি ছেড়ে দেয়াই উচিৎ।পুরুষ দাড়িয়ে যাবেন।
অন্যদিকে কোনো দুজনি সিটে প্রথমেই কোনো পুরুষ বসে থাকলে পুরুষের উচিৎ নিজে দাড়িয়ে মহিলাকে বসতে দেয়া।
هذا ما خطر بالبال والله أعلم بحقيقة الحال
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ