ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
আল্লাহ তায়ালা বলেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ
وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا
اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে
অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
(সূরা মায়েদা, আয়াত নং-২)
আল্লাহ তায়ালা বলেন-
مَّثَلُ الَّذِينَ
يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ
سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن
يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে
সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত নং-২৬১)
তিনি অন্যত্রে ইরশাদ করেন-
الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا
يُتْبِعُونَ مَا أَنفَقُوا مَنًّا وَلَا أَذًى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ
رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে
পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না। (সূরা বাকারা, আয়াত নং-২৬২)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. হারাম কাজে টাকা দেওয়া
জায়েজ নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে
যেহেতু নাচ গান ছেলে-মেয়ের অবাধ মেলামেশার জন্যই
টাকাগুলো ব্যবহার করা হবে। সুতরাং উক্ত অনুষ্ঠানে টাকা দেওয়া জায়েজ হবে না। দিলে
আপনারও গুনাহ হবে।
২. প্রশ্নোক্ত
ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ । কারণ এখানে যেহেতু হারাম কাজে
ব্যবহার করা হবে খুবই অল্প টাকা। আর তুলনা মূলক বৈধ কাজে বেশী ব্যবহার করা হয়।
আবার যেহেতু আপনার উক্ত টাকা নিশ্চিৎ হারাম কাজেই ব্যবহার হবে বিষয়টি এমন নয়। তাই
উক্ত টাকার কারণে হারাম কাজের সহযোগিতার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে আপনি অবশ্যই
ঐ হারাম অনুষ্ঠানে অংশগ্রহণ ও টাকা দেওয়া থেকে বিরত থাকবেন।