بسم الله الرحمن الرحيم
জবাব,
প্রশ্নেল্লিখিত ছুরতে আপনার জন্য করনীয় হলো, প্রথমে উক্ত ইমামের আক্বীদা জেনে নেওয়া । যদি তিনি আহলুস সুন্নাহ
ওয়াল জামাতের অনুসারী হন তাহলে তার পিছনে সালাত আদায় করতে কোন সমস্যা নেই। তবে তিনি
যদি কট্টর শিয়া হন, যেমন রাফেযী। যারা সাহাবায়ে
কেরামকে গালি দেয়, খোলাফায়ে রাশেদীনের প্রতি
বিদ্বেষী মনোভাব রাখে ইত্যাদী তাহলে তাদের পিছনে ইক্তিদা করা জায়েয নেই। বরং পার্শ্ববর্তী
ভিন্ন মসজিদে গিয়ে জুমা আদায় করার চেষ্টা করবে।
বিদআতপন্থী ইমামের বিদআত হয়তো কুফরি বিদআত হবে অথবা সাধারণ কোন
বিদআত হবে। যদি কুফরি-বিদআত হয় তাহলে ওই ইমামের পিছনে নামায পড়া জায়েয হবে না। আর যদি
ইসলাম থেকে খারিজ করে দেয় এমন কোন বিদআত না হয়; বরং তার বিদআতি-কার্যক্রম
কেবল কবিরা গোনাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে,যেমন প্রচলিত মিলাদ-কিয়াম, জানাযার পরে মুনাজাত ইত্যাদী বিষয় সে করে তাহলে তার পিছনে নামায পড়া মাকরুহে তাহরিমী।(বাদায়েউস
সানায়ে’-১/৩৮৭;ফাতওয়ায়ে শামী-২/২৯৯; ফাতওয়ায়ে আলমগীরী-১/৮৪;
আল বাহরুর রায়েক-১/৬১০)
বিদআতীর পিছনে সালাত আদায় করার ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে
তাইমীয়া রাহিমাহুল্লাহ বলেন, বিদআতী ইমামের পিছনে সালাত
আদায়ের মাসআলায় মতভেদ ও ব্যাখ্যা রয়েছে। তাকে ছাড়া যদি অন্য কোনো ইমাম না পাওয়া যায়, যেমন কোনো শহরে মাত্র এক জায়গায় জুমুআ ও দুই ঈদের সালাত কায়েম
করা হয় এবং হজ্জের মৌসুমের সালাতগুলোতে যদি বিদআতী ইমাম ছাড়া অন্য কোনো ইমাম না থাকে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐক্যমতে এসালাতগুলো বিদআতী
ইমামের পিছনে আদায় করা বৈধ। তবে বিদআতী যদি রাফেযী (শিয়াদের একটি গ্রুপ) এবং তাদের
অনুরূপ হয় যে জুমুআ ও জামাআত আবশ্যক মনে করে না,
তাহলে তার পিছনে সালাত বর্জন
করা হবে।
আর কোনো গ্রাম বা শহরে যদি মাত্র একটি মসজিদ থাকে এবং মসজিদের
ইমাম বিদআতী হয়, তাহলে বাড়িতে একাকী সালাত আদায় করার চেয়ে
পাপাচারী (বিদআতী) ইমামের পিছনে সালাত আদায় করা উত্তম। যাতে করে জুমুআ ও জামাআত সম্পূর্ণরূপে
পরিত্যক্ত না হয়ে যায়।
তবে যদি বিদআতী ছাড়া অন্য ইমামের পিছনে সালাত আদায় করা সম্ভব
হয়, তাহলে নিসন্দেহে সেটাই উত্তম হবে। কিন্তু সুন্নী ইমাম থাকতে
বিদআতীর পিছনে আদায়কৃত সালাত বিশুদ্ধ হবে কিনা, এমাসআলায় আলেমদের মতভেদ ও
ব্যাখ্যা রয়েছে।তবে যেসব বিদআত সরাসরি কুরআন ও সুন্নাহর বিরোধী, যেমন রাফেযী, জাহমী এবং অন্যান্য সম্প্রদায়ের
বিদআত, এসব বিদআতীর পিছনে সালাত আদায় করা বৈধ নয়। এব্যাপারে সমস্ত উলামায়ে
কেরাম একমত । (মাজমুউল ফাতাওয়া ২৩/৩৫৫)