আস সালামু আলাইকুম
১. পায়ুপথের ভেতরে পানি/ঔষধ প্রবেশ করালে রোযা ভেংগে যায় জানি,কিন্তু নরমাল গোসল করার সময় কোন জোড়াজোড়ি না করে শুধু শরীর ভেজানোর সময় যেখান থেকে পায়ুপথের একদম শুরু বা দেহের বাহির অংশের সাথে পায়ুপথ শুরুর যে স্থান যুক্ত,সেখানে গড়িয়ে পানি লাগলে বা সেখান থেকে যদি একেবারে অল্প পানি ভিতরে যায়(অনিচ্ছামুলক,নিজে থেকেই),তবেও কি রোযা নষ্ট হবে?
২. প্রতি রোযার সময় এ বিষয়টি নিয়ে আমি প্রচুর চিন্তিত থাকি যে আমার রোযা হচ্ছে কিনা,পায়ুপথের ভেতর বলতে কতটুকু ভেতরে পানি গেলে এবং কতটুকু পানির ফলে রোযা ভাঙতে পারে তা আমাকে ইকটু স্পষ্ট ধারণা দিলে অনেক বড় উপকার হতো
৩. গোসলের সময় মাথা ভেজানো কালে যদি শ্বাস নিতে গিয়ে সম্পুর্ণ অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ এক দুই ফোটা পরিমাণ পানি মুখে ঢুকে যায় যা গলা বেয়ে নামার মতো না,আগেই মুখে শুষে যায় এবং গলায় তা কোনোরুপ অনুভুত হয় নি,এতে রোযা ভাংবে?