আসসালামু আলাইকুম,,, কাচের শো পিচ তার উপর কুরআন এর প্রথম ২ পৃষ্ঠা লেখা চুন টাইপ কালি দিয়ে,,,, হাত দিয়ে জোরে ঘষা দিলে লেখা উঠে যায়,,,,আমার এক বান্ধবী কে একজন দিয়েছিল,,, যার সাথে হারাম সম্পর্কে ছিল ও,,,,, পরে অনেক ঝগড়াঝাটির পর সম্পর্ক শেষ হয়,,,,,এখন আমার বান্ধবী আলহামদুলিল্লাহ দ্বীনের পথে আসার চেষ্টা করছে,,,পুরানো যা কিছু ছিল ও নষ্ট করতে চায়,,,, যাতে ভুলেও ওর চোখে আর না আসে,,,, কাজের কাউকে দিলে আর আশেপাশে কাউকে দিলে যদি কোনভাবে ওর চোখে পরে আবার ওর সব স্মৃতি ওর মাথায় সারাদিন ঘুরে,,,, অনেক দিন শেষ কিন্তু ওর মাথায় প্রতিসময় আগের কথা মাথায় আসে যে কেন রিলেশন করতে গেছিল,,,,,,করলই যখন বিয়ে করতে পারলে হয়ত ভালো হতো,,,, কিন্তু ছেলের ওই বান্ধবীকে বিয়ে করার সম্ভাবনাও আর দেখি না,,,,এখন ওই বান্ধবী ভাবছে সব গিফট ভাংবে আর নষ্ট করে ফেলে দিবে।।।যেমন,,, আবায়া,হিজাব,,,শো পিচ,,,,এখন এই শো পিচ এর লেখা হাত দিয়ে উঠাইলে কি ক্ষতি হবে,,, যেহেতু আরবি লেখা,,,, তারপর লেখা উঠায় ভাংলে কি ক্ষতি হবে,,,, ও রাগের মাথায় এক পৃষ্ঠা উঠায় ফেলছে পরে আবার আরবি লেখা তাই অপরাধবোধ কাজ করতেছে,,,,, এখন ও কি করবে বুঝতেছে না,,,,যদি একটু বলতেন ওস্তাদ,,, আমার বান্ধবী কিছু ভুলতে পারে না সহজে,,, অনেক হতাশ ও কিভাবে সব ভুলে সামনে আগানো যায়,,,,