আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
191 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (56 points)
আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ

১. ইস্তিখারার জন্য ইস্তিখারার সালাত পড়া জরুরি? নাকি শুধু দু'আ করলেই যথেষ্ট হবে?

২. এক ফোঁটা পরিমান প্রস্রাব নির্গত হয়েছে সন্দেহ হলে অযু ভেঙ্গে যাবে?

৩. সালাতের মধ্যে এক ফোঁটা পরিমান প্রস্রাব নির্গত হয়েছে সন্দেহ হলে সালাত ভেঙ্গে যাবে?

৪. কারও শরীরের এর দিরহাম পরিমাণের কম প্রস্রাব নির্গত হওয়া কাপড় যদি ভেজা কোন কাপড়ের সাথে লাগে, তবে কি পরের কাপড়টি না পাক হয়ে যাবে?
৫. কারও শরীরের এক দিরহাম পরিমাণের কম প্রস্রাব নির্গত হওয়া কাপড় যদি শুকনো কোন কাপড়ের সাথে লাগে, তবে কি পরের কাপড়টি না পাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (573,660 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
ইস্তেখারার দুই রাকাত সালাত আদায় করে দোয়া করার পদ্ধতি হাদীস শরীফে এসেছে।
তাই রাসুলুল্লাহ সাঃ এর বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করেই ইস্তেখারা করা উচিত।

তবে শুধু দু'আ করলেও হবে।      

(২.৩)
মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি। 

এক,
পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত,  নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ

শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

۔
قال في الہدایۃ: المعاني الناقضۃ للوضوء کل ما خرج من السبیلین، لقولہ تعالیٰ: {اَوْ جَآئَ اَحَدٌ مِنْکُمْ مِنَ الْغَآئِطِ} [المائدۃ: ۶]
সারমর্মঃ
অযু ভঙ্গের কারন, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 

وقیل رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: وما الحدث؟ قال: ما یخرج من السبیلین۔ (ہدایۃ ۱؍۲۲)
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ কে জিজ্ঞাসা করা হয়েছিলো হদস কি?
তিনি জবাব দিলেন যেটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে বের হয়।
,
বিস্তারিত জানুনঃ  

★প্রশ্নে উল্লেখিত ছুরতে এক ফোটা পেশাব বের হলেও অযু ভেঙ্গে যাবে।

তবে প্রশ্নে উল্লেখ রয়েছে যে এক ফোটা পেশাব বের হওয়া নিয়ে সন্দেহ হয়েছে।
এক্ষেত্রে দেখতে হবে পেশাবের চিন্হ/গন্ধ সেখানে/কাপড়ে পাওয়া যায় কিনা?
     
যদি পেশাবের চিন্হ/গন্ধ না পাওয়া যায়,তাহলে শুধুমাত্র সন্দেহের কারনে অযু ভেঙ্গে যাবেনা।
সালাতের ক্ষেত্রে সালাত ভেঙ্গে যাবেনা।

আর যদি পেশাবের চিন্হ/গন্ধ পাওয়া যায় তাহলে অযু ভেঙ্গে যাবে।
সালাতের ক্ষেত্রে সালাত ভেঙ্গে যাবে।

(০৪)
পেশাব লেগে থাকা অংশও কি ভেজা কাপরের সাথে স্পর্শ করেছিলো?
যদি করে থাকে,তাহলে সেটিকে নাপাক ধরে ধৌত করবেন।

মূল বিষয় এখানে হলো যদি উক্ত ভেজা কাপড়ে সেই নাপাকির চিন্হ/গন্ধ পাওয়া যায় তাহলে সেটি নাপাক হবে।
অন্যথায় নয়।
,
তবে প্রশ্নে উল্লেখিত ছুরতে সতর্কতামূলক সেই ভেজা কাপড়কে নাপাক ধরে ধৌত করা উচিত।
,
(০৫)
উক্ত শুকনো কাপড়ে সেই নাপাকির চিন্হ/গন্ধ পাওয়া যায় তাহলে সেটি নাপাক হবে।
অন্যথায় নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 222 views
...