আসসালামুয়ালাইকুম, আমার কাছে একটি বিড়াল আছে।বিড়াল টি আমাদের পাশের ফ্ল্যাটটিতে থাকে, পাশের ফ্ল্যাটটি খালি থাকায় ও জন্ম থেকেই থাকছে, ও আমাদের বাসায় আসে,তখন আমরা একটু খাবার দি, রাতে থাকতে দি না, ও পাশের ফ্ল্যাটটিতে থাকে, কিন্তু ওকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে ফ্ল্যাটে,কারণ বিড়াল যেখানে সেখানে টয়লেট করে,একজন তো বলেছেন বিড়াল কে বিষ খাওয়াবে, এমতাবস্থায় আমি বিড়াল টাকে সারাদিন বাসায় রাখি অনেক রাতে বের করে দি,যেন ও আমাদের বাসায় টয়লেট করে, কিন্তু আমার পক্ষে বিড়াল পোষা সম্ভব না, পরিবারের সমর্থন নেই, আরও অনেক বিষয় আছে। তাই, আমি বিড়াল ভবিষ্যৎ এর কথা ভেবে, বিড়াল টাকে একজনের কাছে দিতে চাইছি, সে বিড়ালকে অনেক ভালোবাসে, ওর যথেষ্ট যত্ন নিবে, ওর খাওয়া দাওয়া চিকিৎসা,এর অভাব হবেনা, কিন্তু যাকে বিড়াল টিকে দিবো, তার বাসায় অন্য একটা ছেলে বিড়ালকে নিউটর ( খাসি বানানো) করানো,তাকে কথা দেওয়ার আগে আমি নিউটর/ স্প্রে সম্পর্কে কিছুই জানতাম না, পরে জেনেছি, এখন আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি কি করবো, আমি যতটুকু জেনেছি অনেকেই বাড়িতে স্প্রে/নিউটর করিয়ে বিড়াল পোষে, এটা না করলে বিড়াল এর হিট আসলে তার আচারণ আক্রমণাত্মক হয়ে যায়, বাসায় থাকতে চায় না, তখন আরেকটা মেয়ে বিড়াল আনতে হয়, যেন মেটিং করতে পারে, সেক্ষেত্রে আবার তাদের বাচ্চা হবে, অনেকের কাছে এসব বাচ্চা পোষা ঝামেলার,তারা শুধু বিড়াল টাকে পালতে চায়, সেক্ষেত্রে তারা বিড়াল কে নিউটর করিয়ে বাসায় আজীবন পালতে চায়, শুনেছি ,নিউটর করাতে বিড়াল এর জীবন ঝুঁকি থাকে না, আর আমার পক্ষে বিড়াল কে সবসময় এভাবে রাখা সম্ভব হবে না,আমি শুধু কয়েকদিনের জন্য ওকে আশ্রয় দিয়েছি,আর ফ্ল্যাটে তো বিড়াল নিয়ে সমস্যা আছেই,এখন আমি কি করবো, বুঝতে পারছি না, আমি জানি,যাকে বিড়ালটিকে দিবো,সে বিড়াল এর অনেক যত্ন নিবে, চিকিৎসা,ভ্যাকসিন সব দিবে, কিন্তু যেহেতু বিড়াল কে বাসায় রেখে পালবে,সেহেতু নিউটর করিয়ে বাসায় পালবে,এমন সম্ভবনা ই বেশি, অলরেডি তার একটা বিড়াল নিউটর করানো। আমার কি বিড়াল ভবিষ্যৎ ( খাওয়া দাওয়া, চিকিৎসা ) এসব এর কথা ভেবে তার কাছে দি দেওয়া কি ইসলাম সম্মত হবে??আর পাশের ফ্ল্যাটটিতে তো লোক উঠবে,আর ও তো কোথাও যায় না।