১/ একা ছলাত আদায় করলে(জামাআত মিস হবার কারনে, কাজা, কসর) ফরজ ছলাতে যেখানে উচ্চ ক্বিরাত করার কথা ছিলো সেখানে উচ্চ ক্বিরাত করা হবে কিনা?
২/ কোনো রাকাআতের ভিতরের ক্বিরাতে সূরা বা আয়াতের ক্রম রক্ষা করতে হবে কি? ২ থেকে ৪ রাকাতের ছলাতে ক্বিরাত সমূহে সূরা বা আয়াতের ক্রম রক্ষা করতে হবে কি?
৩/ ছলাতের কোনো ওয়াজিব ছুটলে(যেমনঃ প্রথম বৈঠক ভুলে গেলে) যে সাহু সিজদাহ তা, আর কোনো রুকন বেশি করলে(যেমনঃ ৪ রাকাতের ছলাতে ৫ম রাকাতে চলে গেলে) যে সাহু সিজদাহ কি একই?
৪/ প্রথম বৈঠকে দরূদের কতটুক পাঠ করলে সাহু সিজদাহ ওয়াজিব হবে?
৫/ ফজরের ফরজ আদায়ের আগে সুন্নাহ আদায় করতে না পারলে ফরজ আদায়ের পরপরই সুন্নাহ আদায় করা হবে নাকি হারাম সময় পার হবার পর?
৬/ ছলাতের সিজদায়, ২ সিজদার মাঝে, সালাম ফিরাবার আগে দুআ ক্ববুলের সময়। এসময় কোন দুআ করা যাবে(ক্বুরআন উৎসরিত/আরবীতে বানানো/বাংলা)? আর, ফরজ, সুন্নাহ ইত্যাদি সকল ছলাতেই কি দুআ করা যায়?