এমিস (Amish) জাতির ধর্ম মতে তাদের ইন্টারনেট,ওয়েবসাইট,গাড়ি এসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা নিষেধ।
তাই তারা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে কথা বলে ও ব্যবসা পরিচালনা করে।
আমি যাদের কাজ করব, তারা মুলত কাঠের বাড়ি,আসবাব পত্র বানায়।
আমি তাদের জন্য মোবাইলে কথা বলে এই কাঠের ব্যবসা কারা সিস্টেম বানিয়ে দিচ্ছি।
আমার ধারনা নিম্নে উপস্থাপন করলাম।
বিপক্ষে:
১)শুধু মাত্র কথা বলার জন্য মোবাইল ব্যবহার করা আর ইন্টারনেট ব্যবহার না করা তাদের ধর্মীয় নিয়ম,আমার কাজ তাদের ধর্ম এর একটি নিয়ম পালনে সাহায্য করছে।
পক্ষে:
১)যেহেতু কথা বলে তারা কাঠের ব্যবসা পরিচালনা করবে এবং এ ব্যবসা হালাল,তাই তাদের জন্য কাজও হালাল
২)ধরুন একজন মুসলিম কসাই হিন্দু একজনের কাছে ছাগলএর মাংস বেচতেই পারে,এতে সে হিন্দুর গরু না খাওয়াতে সাহায্য করল। আমার ধারনা মতে এতে কোন সমস্যা না থাকলে, আমার কাজেও সমস্যা নাই।