ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/4313নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আল্লাহ সবকিছুর খালিক ও মালিক,জগতের সব কিছু উনার হুকুমেই সংগঠিত হয়,তাবিজ বা ঔষধের অদ্য কোনো ক্ষমতা নেই। এমন আক্বিদা পোষণ করে জায়েয ও বৈধ কালামের মাধ্যমে চিকিৎসা হিসেবে ঝাড়-ফুক ও তাবিজ ব্যবহার বৈধ আছে।বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/226
সুতরাং আকিদা বিশুদ্ধ তথা সমাধানকারী একমাত্র আল্লাহ তা'আলা, এমন আকিদা বিশ্বাস রেখে বৈধ কালাম তথা কুরআন সুন্নাহ দ্বারা তাবিজ ব্যবহার করা যেতে পারে।এতে কোনো সমস্যা নেই।
আপনি আপনার বর্ণিত এ জটিল সমস্যার জন্য সালাতুল হাজতের নামায পড়বেন। সালাতুল হাজতের নামায সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1453
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি বিশুদ্ধ আকিদা সম্মত কোনো রাকীর কাছ থেকে তাবিজ ব্যবহার করতে পারবেন।
তেলের বা পিঠা জাতিয় খাবারের সাথে রসুন দেয়া কুসংস্কার। সুতরাং এ সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে।