১৷ বর্তমান সময়ে আমরা জীবানুমুক্ত থাকতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি৷ যাতে এলকোহল থাকে অনেক৷ এখন প্রশ্ন হল, শুধু হাত জীবানুমুক্ত করার উদ্দেশ্যে যেহেতু এটা ব্যবহার করা হয়, স্যানিটাইজার ব্যবহার করা কি ধর্মে জায়েজ? আমি শুনেছি, এটা ব্যবহারে নিষেধাজ্ঞা নেই, কারণ এটাতে নেশা হচ্ছে না, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়৷
২৷ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর কি আবার হাত ধোবার প্রয়োজন আছে? মানে এতে যেহেতু এলকোহল থাকে৷ তবে আমার মতে, তাড়াতাড়ি এটা বাতাসে মিলিয়ে যায়৷ আবার বাসার বাইরেই সাধারণত এটি ব্যবহার করা হয়, যখন পানি পাওয়া যায় না৷
আবার খাবার খাওয়ার আগেও স্যানিটাইজার লাগালে শুকিয়ে গেলে কি হাত ধোয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে?
৩৷ বাইরে মোবাইল ব্যবহার করা হলে বা কারো হাতে দেয়া হলে পরে জীবানুমুক্ত করতে এলকোহল প্যাড ব্যবহার করা হয়৷ কিংবা ময়লা লাগলে জীবানু দূর করতে এটা ব্যবহার হয়। এতেও এলকোহল থাকে৷ এটা ব্যবহারের পর ও হাত ধোয়া কিংবা মোবাইল আবার অন্যকিছু দিয়ে মোছার দরকার আছে?