আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুহতারাম, 2864 নং প্রশ্নের প্রসঙ্গে উক্ত প্রশ্নে উল্লেখিত ব্যক্তির মাসায়েল ভিত্তিক কিছু প্রশ্ন:
১. আমি জীবনে যত নামাজ, রোজা আদায় করেছি, তা সব কি দোহরানো লাগবে?
২. যত উমরী কাযা নামাজ ও উমরী কাযা রোজা আদায় করেছি তা সব কি দোহরানো লাগবে?
৩. যদি দোহরানোই লাগে তাহলে এ অবস্থায় কি উমরী কাযা নামাজ ও উমরী কাযা রোজা আদায় করা ঠিক হবে?
৪. হালাল উপার্জন করতে পারার আগ পর্যন্ত করণীয় কি? পরিবারের হারাম উপার্জনের টাকায় যদি চলতে হয় তাহলে তা খরচের ক্ষেত্রে কীরূপ পন্থা বা নীতি অনুসরণ করতে হবে?
৫. প্রশ্ন থেকে সুস্পষ্ট যে, পরিবারের সাথে সঙ্গত কারণেই আমার বেশ দূরত্ব বিদ্যমান। ইনশাআল্লাহ, যখন আমি হালাল উপার্জন করবো তখন কিছু পরিস্থিতি সামনে আসতে পারে, যেমন-
ক) বিভিন্ন প্রয়োজনে, সম্পর্কের জন্য ইত্যাদি কারণে তাদের বাড়িতে যাওয়া; এক্ষেত্রে তো এখানে খাদ্য গ্রহণ করা লাগবে, যা হয়তো হারাম উপার্জনের টাকায় প্রস্তুত।
খ) জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে যেমন- বিয়ে, সংসার ইত্যাদি ক্ষেত্রে তাদের সংশ্লিষ্টতা।
গ) সম্পত্তির উত্তরাধিকার বন্টন।
এই পরিস্থিতিগুলোতে আমার করণীয় কি?