(১)এশার সালাতের সময় (জামাতে) প্রথম রাকাতে প্রথম সিজদার সময় ওজু চলে যাওয়ায় ওজু করে আসার পর ২য় রাকাতে রুকু অবস্থায় ইমামকে পাই, কিন্তু রুকুর তাসবিহ একবারও পড়তে পারি নি। এমতাবস্থায় মাথায় আসে আমার দুই রাকাত সালাত ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আদায় করতে হবে। কিন্তু তখনই আবার মনে পড়ে আমি তো অলরেডি নামাজে ছিলাম, তাই আমার উচিত ছিল আগের রাকাত গুলো কিরাত ছাড়া পড়ে ইমাম সাহেবের সাথে শরিক হওয়া (আমার যতটুকু ইলম আছে এ ব্যাপারে)। তাই প্রথম সিজদার পর আবার বায়ুর চাপ আসলে তা আটকানোর কোনো চেষ্টা করি না। ওযু ভেঙ্গে যায়। আবার ওযু করে এসে, তাকবিরে তাহরিমা থেকে ১ম রাকাত থেকে সালাত শুরু করি, কোনো কিরাত পড়ি না, রুকু ও সিজদায় তাসবীহ পড়ি, ১ম বৈঠকে তাশাহহুদ পড়ি। এভাবে শেষাবধি ইমাম সাহেবের সাথে শেষ বৈঠকে শামিল হই, এবং ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে সালাত শেষ করি। আমার এ সালাত কি আদায় হয়েছে?
(২) একই ওয়াক্তে বিতর সালাতে কিরাতে 'আইন' এর স্থলে 'গইন' এর মাখরাজে কিরাত করে ফেলি, এবং পরে জানতে পারি এতে সালাত হয় নি। এমতাবস্থায় আমাকে বিতর সালাত আবার আদায় করতে হবে, আমি যতটুকু বুঝি। কিন্তু সমস্যা হলো আমার জানা আছে সালাত আদায়ের সময় সিরিয়াল ঠিক রাখতে হয়। এখন আমার যদি এশার সালাত আদায় না হয়ে থাকে, তাহলে তো আমার উচিত হবে আগে এশার ফরজ সালাত আদায় করে নিয়ে তারপির বিতর সালাত আদায় করা। কিন্তু আমি তো নিশ্চিত নই আমার এশার সালাত আদায় হয়েছে কিনা। তাই বিতর সালাত পুনরায় আদায় করতে দ্বিধা হচ্ছে। এদিকে এখন রাত এগারোটা পার হয়ে গেছে। এখন এশার ফরজ ও বিতর আবার করা আমার জন্য কষ্টকর, তার উপর আমার জানা মতে এক সালাত দুই বার আদায়ের বিধান নেই (সাধারণভাবে)।
এখন আমি কি করব? কাল ফজরের পর গিয়ে বা তারপরে গিয়ে কখনো যদি এ বিষয়ে সঠিকভাবে জানতে পারি সেসময় আমি কাজা আদায় করে নিতে পারব কি না?...