আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
233 views
in সালাত(Prayer) by (80 points)
edited by
১)কোনো নাস্তিক/অমুসলিমের তারকা/ফুটবলারের নাম বিকৃত করলে কি গুনাহ্ হবে?

২) লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ

উক্ত আয়াতে ইউলাদ পড়ার সময় ইউ তে এক আলিফ না টানলে লাহনে জলি হবে?

৩) বিতির নামাজে যেকোন দোয়া পড়া যায় বলে জানি। কিছু ছোট ছোট দোয়া যদি একাধিক বার উচ্চারন করা হয় তাহলে কি সাহু সিজদা দিতে হবে যেহেতু ওয়াজিব দুইবার করলে সাহু সিজদা দিতে হয়?যেমন দোয়া কুনুতের সময় রব্বানা আতিনা এই দোয়া যদি দুইবার পড়ি

৪)নামাজে দুই হাত দিয়ে কিছু করলে নামাজ ফাসিদ হয়।

অনেকসময় হাত বাঁধলে একটু বেশি নিচে বাঁধা হয়ে যায়।তাই এমন অবস্থায় দুই হাত বাঁধা অবস্থাতেই গায়ের সাথে লাগিয়েই একটু উপরে উঠালে কি নামাজ ফাসিদ হবে?

৫)নামাজে সিজদায় যাওয়ার সময় আগে পা জমিনে রাখতে হয়।কিন্তু যদি হঠাৎ করে হাত আগে জমিনে রাখি তাহলে কি নামাজ ফাসিদ হয়ে যাবে?

৬) নিজের নামের সাথে কোনো কাফের তারকার নাম মিলিয়ে বলা বা কোনো কাজ যেমন ফুটবল খেলায় নিজেকে কোনো কাফের ফুটবলারের মত মনে করায় কি ঈমান চলে যাবে?

৭)একজন অবিবাহিত ব্যাক্তি ভবিষ্যতের (অজানা) স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের কথা কল্পনা করলেও সেটা অশ্লীলতার মধ্যে পরবে এমনটিই আপনাদের পূর্বের এক ফতোয়ায় দেখেছি।

আমার প্রশ্ন হলো অবিবাহিত হয়ে বিবাহিত অবস্থার অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে হারাম জেনেও চিন্তা করলে কি কুফরী হবে যেহেতু বিবাহ একটি পবিত্র কাজ

এরকম চিন্তার কারণে কি ঈমান এ সমস্যা হতে পারে?

1 Answer

+1 vote
by (565,890 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 



(০১)
শরীয়ত মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করাকে মারাত্মক গুনাহ ও গর্হিত কাজ বলে ঘোষণা করেছে। 
,

আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন-

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَ لَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ وَ لَا تَلْمِزُوْا اَنْفُسَكُمْ وَ لَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ وَ مَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ.

হে মুমিনগণ! কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না; ঈমানের পর মন্দ নাম অতি মন্দ। যারা এসব থেকে বিরত না হবে তারাই যালেম। -সূরা হুজুরাত (৪৯) : ১১

★সুতরাং কোনো অমুসলিম তারকা,ফুটবলার বা কোনক নাস্তিকের নাম বিকৃত করা যাবেনা।
হ্যাঁ যদি তাদের কেউ মহান আল্লাহ/রাসুল সাঃ/ ইসলাম নিয়ে কটুক্তি করে,তাহলে তাদের যেমন গালি দেওয়া যাবে,নাম বিকৃতিও করা যাবে।
,
(০২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে লাহনে জলি হবেনা।  
তাই নামাজের কোনো সমস্যা হবেনা।
,
(০৩)
প্রশ্নে উল্লেখিত সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।
,
(০৪)
না,নামাজ ফাসিদ হবেনা।
,
(০৫)
না,এতে নামাজ ফাসিদ হবেনা।
তবে এটি সুন্নাহর খেলাফ কাজ হবে।
ওযরবশত কেহ এমনটি করলে কোনো সমস্যা নেই।  
ওযর ছাড়া এমনটি করলে সুন্নাহর খেলাফ হবে,তবে নামাজ হয়ে যাবে।
,
(০৬)
না,ঈমান চলে যাবেনা।
তবে কাফের কাহারো নাম (যদি সেটি ইসলামে অবৈধ নাম হয়,তাহলে) নিজের নামের সাথে মিলিয়ে বলা জায়েজ হবেনা।  
,
(০৭)
এতে শুধু গুনাহ হবে,
কুফরী হবেনা।
তাই এতে ঈমান চলে যাওয়ার কোনো আশংকা নেই।  

কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
إِنَّ السَّمْعَ وَالبَصَرَ وَالفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا.

...নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৬


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 1,947 views
...