আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
780 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (49 points)

আসসালামু আলাইকুম শাইখ

নন-মাহরামদের পড়ানোর ক্ষেত্রে দুইটি সুরত

১।কোচিং বা ব্যাচ আকারে পড়ানো যেখানে ছেলে মেয়ে উভয়ই থাকে বা একাধিক মেয়ে থাকে বা একাধিক ছেলে থাকে।

২।শুধু নন মাহরামকে একা বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো।(এক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তিকে উপস্থিত রেখে পড়ানো যাবে কি না)

কোন সুরতের নন মাহরামদের পড়ানোর কি বিধান এটি কুরআন ও সুন্নাহর আলোকে জানাবেন।

এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো

★নন-মাহরামদের পড়িয়ে যে অর্থ উপার্জন করা হবে সেটি হালাল হবে কি না?

জাযাকাল্লাহ খাইরান।     

by
আমি একজন কলেজের ছাত্র আমাদের কলেজে ছাত্র -ছাত্রী একসাথে পড়ানো হয়, আর এভাবে শিক্ষা নেওয়া যদি হারাম হয় তাহলে একটা বিকল্প উপায় বলে দিন।

1 Answer

+2 votes
by (675,600 points)
উত্তর
وعليكم السلام ورحمة الله 
بسم الله الرحمن الرحيم 

(০১) পর্দার বিধান লঙ্ঘণ করে সহশিক্ষায় পড়া নারী পুরুষদের জন্য বৈধ নয়। তাই পর্দার বিধান যদি পুরোপুরি মানা না হয়,তাহলে সেই কোচিং বা ব্যাচে পড়ানো জায়েজ হবেনা।   
অন্যথায় জায়েজ হবে।
তবে বর্তমান যেহেতু ফিতনার যুগ,তাই উলামায়ে কেরাম পুরোপুরি ভাবেই এটাকে নাজায়েজ বলেছেন।  

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [٢٤:٣٠

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩০-৩১}

★উল্লেখ্য যে যদি উক্ত কোচিং বা ব্যাচের  ছাত্র ছাত্রী  সকলেই নাবালেগ নাবালেগা হয়,বা তার নিকটতম বয়সী না হয়,তাহলে ফিতনার আশংকা না থাকলে এমন  কোচিং বা ব্যাচে পড়ানো জায়েজ আছে। 
   

(০২) যদি ফেতনার শংকা না থাকে, এবং নারী শিক্ষিকার পাওয়া না যায়, তাহলে পর্দার আড়াল থেকে বেগানা ছাত্রীকে পড়ানো যাবে। তবে পর্দা লঙ্ঘণ করে পড়ানো জায়েজ নয়।

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا [٣٣:٥٩]

হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। [সূরা আহযাব-৫৯]


সুতরাং ননমাহরামকে আপনি বাসায় গিয়ে প্রাইভেট পড়াতে পারবেন,যদি সে নাবালক হয়,এবং ফিতনার আশংকা না থাকে।তবে এক্ষেত্রে সতর্কতা এবং উত্তম হচ্ছে,ঐ ছাত্রীকে যতক্ষণ পড়াবেন পাশে অন্য কাউকে বসিয়ে রাখবেন।বা এরকম কয়েকজন কে একসাথে পড়াবেন।তাদেরকে হিজাব পড়ার নির্দেশ দিবেন।

আর যদি ছাত্রী বালেগাহ হয়,এবং সে কোনে মহিলা শিক্ষক খুজে না পায়,এবং আপনিও কোনো ছেলে ছাত্র খুজে না পান।তাহলে তখন ছাত্রীর জন্য পূর্ণ হিজাব পরিধান,এবং ঐ ছাত্রীর মাহরাম কোনো পুরুষ বা ঘরের কোনো বালিগ মহিলা, পাশে থাকার অত্যাবশ্যক। কেননা হাদীস শরীফে এসেছে,

রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
আজনবী পুরুষ-মহিলার মাহরাম ব্যতীত পরস্পর  খালওয়াত তথা নির্জনে সাক্ষাৎ করবে না।

۔
★★শরীয়তের বিধান হলো যেই পেশা হারাম,তার বেতনও হারাম। (ফাতাওয়ায়ে বাইয়্যিনাত ৪/৬১) 
তাই নন মাহরামদের পড়ানোর ক্ষেত্রে যেই ছুরত নাজায়েজ,সেই ছুরতে  তার বেতন নেওয়াও নাজায়েজ।  

ইমাম নববী রহঃ বলেনঃ
قال البغوی من أصحابنا والقاضی عیاض:أجمع المسلمون علی تحریم حلوان الکاھن ،لأنہ عوض عن محرم، ولأنہ أکل المال بالباطل، وکذلک أجمعوا علی تحریم أجرۃ المغنیۃ للغناء والنائحۃ للنوح‘
شرح مسلم للنووی-کتاب البیوع-باب تحریم ثمن الکلب وحلوان الکاھن…الخ-۲؍۱۹۔ط: قدیمی کراچی ،الطبعۃ الثانیہ،۱۳۷۵ھ بمطابق ۱۹۵۶ء
যার সারমর্ম হলো কাজ হারাম হওয়ার কারনে তার বেতন বা পারিশ্রমিকও হারাম হয়।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...