শাইখ,
আসসালামু আলাইকুম।
১|জান্নাতের ভাষা কি হবে?
অনেকে বলে আরবী,এটা কি সহীহ হাদীস,এরুপ কোন হাদীস আছে কি?
২|মুহাম্মদ নবী কি আল্লাহর খলীল নাকি হাবীব আল্লাহ?
অনেকে নবীজিকে হাবীব আল্লাহ বলেন,এখন এরুপ কোন সহীহ হাদীস আছে কি যাতে তিনি হাবীব আল্লাহ প্রমাণীত হন।
হাবীব আল্লাহ ও খলীল আল্লাহ সম্পর্কে/মর্যাদার দিক দিয়ে কোনটি উঁচুতে?
৩|মুহাককিকীন কাদেরকে বলা হয়?মুফাসসীরিন কাদের বলে?
৪|দোস্ত আসবারের অর্থ কি?
৫|হাদীসে আছে,ইয়েমেনের টিড্ডি কমে যাওয়া কিয়ামতের আলামত।এটা কি সহীহ হাদীস।
আর টিড্ডি বলতে কি বুঝায়?
বর্তমানে ইয়েমেনের টিড্ডি অবস্থা কেমন?
৬|আল্লাহ কেন শত্রুদের মুখ হতে তাদের গোপন তথ্য ফাস করে দেন?
এর কি কোন কোরআনী আয়াত আছে?
৭|মুতারজিম মানে কি?মুহতারাম মানে কি?
৮|নবী বলেছেন যে বগলের লোম উফড়ে ফেলতে,
এখন এটা করা তো কষ্ট দায়ক,ব্যাথা হয়।
এর সমাধা কি?
আমি যদি কেটে ফেলি তবে কি সমস্যা হবে?
এতে তো নবীর নির্দেশ পালন করা হলো না,তবে?
নবীজি কেন বগলের লোম কেটে না ফেলে উফড়ে ফেলার কথা বলেছেন,আমাকে বুঝিয়ে দিন।
৯|বর্তমান সময়ে বনু তামীম গোত্র কারা?যাদের ব্যাপারে বুখারীতে ও মুসলিম শরীফে বলা হয়েছে।
১০|হাদীসে আছে,নবীজি বলেছেন,কুফরের জন্ম পূর্ব দিকে,এটি কি সহীহ হাদীস,এর মানে কি?এটি কোন দেশকে বুঝানো হয়েছে?
১১|মনে করুন,কোন পিপড়া বা পোকামাকড় মরে গিয়ে আমার খাবারে পড়ে আছে,এখন আমি কি তাকে কবর দিতে পারবো,এটা কি বিদআত হবে?তাহলে তাকে কি করবো?
১২|পিপড়ারা আজকাল পায়খানায় অবধি চলে আসছে,পানি মারি তবুও কাজ হয় নাহ,এখন তারা তো আমার গোপন অংগ দেখে ফেলতে পারে,এর সমাধান কি?
আমি কি তাদের হত্যা করে পারবো?
দেখুন,সুলাইমান নবীর সময় পিপড়া কিন্তু কথা বলেছিল এবং বুঝতে পেরেছিল যে দলটি তাদেরকে পিষে ফেলতে পারে।তাই তারা আগে বাগে সতর্ক হয়েছিল,তাহলে বর্তমান যামানার পিপড়ারা কেন এমন নয়,তাহলে তারা কি ইচ্ছা করেই অবাধ্য হচ্ছে?
তাদের কি বুঝ জ্ঞান নেই?
আমাকে বুঝিয়ে বলুন।
১৩|আমি যদি ইচ্ছাকৃত ভাবে কোন পোকামাকড় মেরেফেলি তাহলে আমার কি কোন শাস্তি হবে?হাদীস কি বলে।
১৪|যদি অনিচ্ছাকৃত মেরে ফেলি তাহলে এর জন্য কি কোন রক্তমূল্য দিতে হবে?
করণীয় কি হযরত।
১৫|তাওরাত কিতাবের ভাষ্যনুযায়ী সোলাইমান নবীর মহর/ঢাল হলো পেন্টাগন।
এর মানে কি?
এটা দ্বারা কি বুঝানো হচ্ছে,ইসলাম কি বলে এটি নিয়ে?