আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
236 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (32 points)
শাইখ,
আসসালামু আলাইকুম।
১|জান্নাতের ভাষা কি হবে?
অনেকে বলে আরবী,এটা কি সহীহ হাদীস,এরুপ কোন হাদীস আছে কি?
২|মুহাম্মদ নবী কি আল্লাহর খলীল নাকি হাবীব আল্লাহ?
অনেকে নবীজিকে হাবীব আল্লাহ বলেন,এখন এরুপ কোন সহীহ হাদীস আছে কি যাতে তিনি হাবীব আল্লাহ প্রমাণীত হন।
হাবীব আল্লাহ ও খলীল আল্লাহ সম্পর্কে/মর্যাদার দিক দিয়ে কোনটি উঁচুতে?
৩|মুহাককিকীন কাদেরকে বলা হয়?মুফাসসীরিন কাদের বলে?
৪|দোস্ত আসবারের অর্থ কি?
৫|হাদীসে আছে,ইয়েমেনের টিড্ডি কমে যাওয়া কিয়ামতের আলামত।এটা কি সহীহ হাদীস।
আর টিড্ডি বলতে কি বুঝায়?
বর্তমানে ইয়েমেনের টিড্ডি অবস্থা কেমন?
৬|আল্লাহ কেন শত্রুদের মুখ হতে তাদের গোপন তথ্য ফাস করে দেন?
এর কি কোন কোরআনী আয়াত আছে?
৭|মুতারজিম মানে কি?মুহতারাম মানে কি?
৮|নবী বলেছেন যে বগলের লোম উফড়ে ফেলতে,
এখন এটা করা তো কষ্ট দায়ক,ব্যাথা হয়।
এর সমাধা কি?
আমি যদি কেটে ফেলি তবে কি সমস্যা হবে?
এতে তো নবীর নির্দেশ পালন করা হলো না,তবে?
নবীজি কেন বগলের লোম কেটে না ফেলে উফড়ে ফেলার কথা বলেছেন,আমাকে বুঝিয়ে দিন।
৯|বর্তমান সময়ে বনু তামীম গোত্র কারা?যাদের ব্যাপারে বুখারীতে ও মুসলিম শরীফে বলা হয়েছে।
১০|হাদীসে আছে,নবীজি বলেছেন,কুফরের জন্ম পূর্ব দিকে,এটি কি সহীহ হাদীস,এর মানে কি?এটি কোন দেশকে বুঝানো হয়েছে?
১১|মনে করুন,কোন পিপড়া বা পোকামাকড় মরে গিয়ে আমার খাবারে পড়ে আছে,এখন আমি কি তাকে কবর দিতে পারবো,এটা কি বিদআত হবে?তাহলে তাকে কি করবো?
১২|পিপড়ারা আজকাল পায়খানায় অবধি চলে আসছে,পানি মারি তবুও কাজ হয় নাহ,এখন তারা তো আমার গোপন অংগ দেখে ফেলতে পারে,এর সমাধান কি?
আমি কি তাদের হত্যা করে পারবো?
দেখুন,সুলাইমান নবীর সময় পিপড়া কিন্তু কথা বলেছিল এবং বুঝতে পেরেছিল যে দলটি তাদেরকে পিষে ফেলতে পারে।তাই তারা আগে বাগে সতর্ক হয়েছিল,তাহলে বর্তমান যামানার পিপড়ারা কেন এমন নয়,তাহলে তারা কি ইচ্ছা করেই অবাধ্য হচ্ছে?
তাদের কি বুঝ জ্ঞান নেই?
আমাকে বুঝিয়ে বলুন।
১৩|আমি যদি ইচ্ছাকৃত ভাবে কোন পোকামাকড় মেরেফেলি তাহলে আমার কি কোন শাস্তি হবে?হাদীস কি বলে।
১৪|যদি অনিচ্ছাকৃত মেরে ফেলি তাহলে এর জন্য কি কোন রক্তমূল্য দিতে হবে?
করণীয় কি হযরত।
১৫|তাওরাত কিতাবের ভাষ্যনুযায়ী সোলাইমান নবীর মহর/ঢাল হলো পেন্টাগন।
এর মানে কি?
এটা দ্বারা কি বুঝানো হচ্ছে,ইসলাম কি বলে এটি নিয়ে?

1 Answer

0 votes
by (606,150 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জান্নাতের ভাষা আরবী।জ্বী এটা হাদীস দ্বারা প্রমাণিত।
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত
عن ابن عباس ، - رضي الله عنهما - قال : قال رسول الله - صلى الله عليه وآله وسلم - : " أحبوا العرب لثلاث : لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي "
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা আরবী ভাষাকে তিনটি কারণে ভালবাসো।(১)কেননা আমি আরবী ভাষী(২)কুরআনের ভাষাও অারবী(৩)এবং জান্নাতিদের ভাষাও অারবী।(মুস্তাদরাকে হাকীম-৭০৮১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4460

(২)
খলীল শব্দের বন্ধু এবং হাবীব শব্দের অর্থও বন্ধু।হাবীব শব্দের চেয়ে খলীল শব্দের মধ্যে মহব্বতের বিশেষত্ব বিদ্যমান রয়েছে।

মুহাম্মদ সাঃ যেভাবে হাবীবুল্লাহ, ঠিক সেভাবে খলীলুল্লাহও।

(৩)
মুহাক্কিক বলতে গবেষকগণকে বুঝানো হয়।মুফাসসির বলতে কুরআনের ব্যাখ্যা প্রদানকারীদেরকে বুঝানো হয়ে থাকে।

(৪)
জানিনা।

(৫)
আমাদের জানা নেই।

(৬)
আপনার প্রশ্ন অসম্পূর্ণ।তাই জবাব দিতে অপারগ।

(৭)
মুতারজিম অর্থ ভাষান্তরকারী।আর মুহতারাম অর্থ, জনাব।

(৮)
জ্বী, উফরে ফেলা এবং কর্তন করা উভয়টাই জায়েয।

(৯)
জানা নেই।

(১০)
জ্বী,মদীনার পূর্ব দিক কে বুঝানো হয়েছে।

(১১)
কবর দেয়া প্রয়োজন নাই।বরং ডাস্টবিনে ফেলে দিলেই হবে।

(১২)
এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই।

(১৩)
কষ্টদায়ক প্রাণীকে হত্যা করা জায়েয, যদি ধারণা হয় যে, সে আপনাকে কষ্ট দিবে।তবে আগুন দ্বারা পোড়ানো যাবে না।

(১৪)
রক্তমূল্য দিতে হবে না,তবে গোনাহ হবে।

(১৫)
আমাদের জানা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,150 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...