বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বাঙলা কোনো কিছু বলার সময় কেউ যদি মজা করে আরবীর মত উচ্চারণ করে তাহলে যদিও কুফরী হবে না, তবে এমনটা কখনো উচিৎ হবে না।হ্যা কেউ যদি কুরআনকে কটাক্ষ করে এমনটা করে থাকে, তাহলে অবশ্যই কুফরি হিসেবে বিবেচিত হবে।জাযাকাল্লাহ।
(২)
না,তার ঈমান চলে যাবে না।কেননা ঘাড় মাসেহ করা ফরয বা ওয়াজিব কিছু নয়।
(৩)
না, এখানে তার গোসল ফরয হবে না।
(৪)
জ্বী, ঈমান থাকবে।এতে ঈমান চলে যাবে না।
(৫)
জ্বী, ঈমান ঠিক থাকবে।
(৬)
কুফরি হবে না।তবে এমনটা উচিৎ না।বরং সুন্নাহ হচ্ছে সালামের পরই সালামের জবাব দেয়া।
তবে কেউ যদি ইসলামকে কটাক্ষ করার নিয়তে এমনটা করে থাকে,তাহলে অবশ্যই তার ঈমান চলে যাবে।