বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
■ আল্লাহ তায়ালা বলেন-
إِنَّ اللَّهَ هُوَ
الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত। (সূরা
যারিয়াত, আয়াত ৫৮)
■তিনি ইরশাদ করেন-
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا
الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا ۘ وَالَّذِينَ
اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ
بِغَيْرِ حِسَابٍ
পার্থিব জীবনের উপর কাফেরদিগকে উম্মত্ত করে দেয়া হয়েছে। আর তারা ঈমানদারদের
প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরহেযগার তারা সেই কাফেরদের
তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চমর্যাদায় থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন
রুযী দান করেন। (সূরা বাকারা, আয়াত ২১২)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. হ্যাঁ, আল্লাহ আমাদের যে কল্যাণ দিচ্ছেন ও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের
হায়াত বৃদ্ধি তার সাথে আরো যেগুলো বরকত দিয়েছেন সেই ক্ষেত্রে আল্লাহর নেয়ামত
এবং বরকত রয়েছে । এগুলো সব আল্লাহর সিফাতী গুণের কারণেই তিনি আমাদেরকে দিচ্ছেন।
২. হ্যাঁ, পরীক্ষা ভালোর জন্য নফল রোজা জায়েজ।
৩. নিজেকে শয়তান বলা ডাকা ঠিক নয়। তবে যদি কেউ রাগের মাথায় নিজেকে শয়তান বলে
তাহলে সে কাফের হয়ে যাবে না।