আসসালামু আলাইকুম শাইখ
ইমামতির শর্তসমূহ কি কি?
কারো মধ্যে যদি এই শর্তগুলোর কোন একটি অনুপস্থিত পাওয়া যায় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কি না?
যেমনঃ অপরিচিত কোথাও নামাজ পড়তে গেলে কেরাত মনযোগ দিয়ে শুনলে মাঝে মাঝে কিছু জায়গায় ভুল মনে হয়।(যদিও আমার কেরাত পরিপূর্ণ বিশুদ্ধ হয় এমনিটা দাবি করছি না এবং ভুল ধরার জন্য শুনি না কিন্তু কিছু ক্ষেত্রে হরফ উচ্চারণ এবং মাখরাজগত কিছু ত্রুটি শ্রুতিগোচর হয়),ইমামের আকীদা নিয়ে সন্দেহ থাকলে।
আমি একটি মসজিদে নিয়মিত নামাজ পড়তাম ঢাকার বাহিরে হয়ত এই লকডাউন পরিস্থিতি শেষ হলে আবার কর্মস্থলে ফিরে গেলে সেখানে পড়তে হবে।
সেখানে একজন সাধারণ জেনারেল পড়ুয়া একজন নামাজ পড়ান(তাবলীগ এর সাথে জড়িত)।তার তেলাওয়াত যথেষ্ট সন্দেহপূর্ণ মনে হয়।যদিও ইসলামের অন্যান্য হুকুমগুলো যেমন দাড়ি,টুপি এবং পাঞ্জাবি তার থাকে।
এক্ষেত্রে করণীয় কি? আমি কি সেখানকার জামাত ত্যাগ করে আশেপাশের মসজিদে যেখানে হাফেজ কিংবা ভালো আলেমে দ্বীন নামাজ পড়ান সেখানে নামাজ আদায় করলে কোন ভুল হবে কি না
কুরআন ও সুন্নাহর আলোকে জানাবেন।
জাযাকাল্লাহ খাইরান।