ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জরুরী। তবে যদি কোনো আত্মীয়র বাসায় পর্দাকে যথেষ্টভাবে গুরুত্ব দেয়া হয় না,তাহলে এমন আত্মীয়র বাসায় যাওয়া যাবে না।এজন্য আপনার কোনো গোনাহ হবে না।
(২)
নতুন করে জমা করার প্রয়োজন নাই।বরং যথারীতি আপনি আবার টাকা জমা করবেন।পূর্বের খরচ হয়ে যাওয়া টাকাকে আবার নতুনকরে জমা করতে হবে না।
(৩)
আজানের জবাব মসজিদে গিয়ে জামাতের সাথে নামায পড়ে দেয়া ওয়াজিব।মুখে দেওয়া মুস্তাহাব।
(৪)
পরীক্ষায় নিজে নকল করা বা অন্যকে কিছু বলে দেওয়া সবই হারাম এবং নাজায়েয।
(৫)
ফাসিককে সালাম না দেওয়াই উচিৎ।তবে যদি তার কাছ থেকে কোনো প্রকার ক্ষতির আশংকা থাকে,তাহলে তাকে সালাম দেয়া যেতে পারে।নতুবা তাকে আর সালাম দেয়া যাবে না।
(৬)
দাওয়াত ও ইসলামি করতে করতে যেয়ে মাতাপিতার কোনো প্রকার নিষেধকে গ্রাহ্য করা যাবে না,মানা যাবে না।
(৭)
জ্বী, শরীয়ত সম্মত।