আসসালামু আলাইকুম
১)শিক্ষাপ্রতিষ্ঠানের সিঁড়ি দিয়ে উঠা/নামার সময় (যখন করোনার জন্য বন্ধ,শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসের লোকরাই আসে শিক্ষাপ্রতিষ্ঠানে) ,সিঁড়িতে যদি অন্য কেউ না থাকে, সেই অবস্থায় স্বামী -স্ত্রী সিঁড়ি দিয়ে উঠলে/নামলে সেটা কি খালওয়াতে সহীহা হবে?
২)কোন ভবনের লিফট দিয়ে উঠা /নামার সময় যদি ঐ লিফটে অন্য কেউ না থাকে, লিফটে শুধু স্বামী -স্ত্রী থাকে।এটা কি খালওয়াতে সহীহা হবে????
৩)আমার একেকবার, একেক পরিস্থিতি মনে হবে,আর আমি আপনাকে প্রশ্ন করবো,এটা খালওয়াতে সহীহা কিনা,ব্যাপারটা তো ঠিক না।
আপনি আমাকে খুব সহজ করে বলে দেন,ফতোয়ার ভাষা আমার মাথায় ঢুকে না।
আমি আমার স্ত্রীর সাথে এক তালাক বায়েন পতিত হওয়ার আগে কখনোই কোন আবাসিক হোটেল, কোন ফ্ল্যাট,কোন রুম,কোন ঘর এসব জায়গায় যাই নাই,তাহলে কি আমাদের খালওয়াতে সহীহা নিয়ে ভয়ের কোন কারন আছে???
তার মানে আমাদের কখনোই খালওয়াতে সহীহা হয় নাই,ঠিক বলেছি?
আমি কি নির্ভয়ে থাকবো?