আসসালামুআলাইকুম,
অনলাইনে অনেক সাইট আছে যারা একাউন্ট খুললে ফ্রী সার্ভিস ও টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকে ৷ ফ্রী সার্ভিসে খুব কম সংখ্যক ফিচার ব্যবহার করা যায়, অন্যদিকে প্রিমিয়ামে সব ফিচার আনলক করে দেয় ব্যবহারের জন্য ৷ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা প্রিমিয়াম সার্ভিস নেওয়ার আগে চাইলে ৭দিন/১৫দিন/১মাস/৩ মাস ইত্যাদি বিভিন্ন মেয়াদের ফ্রী ট্রায়াল নেওয়ারও সুযোগ দেয়, যেখানে প্রিমিয়াম সব সার্ভিস ব্যবহার করে যাচাই করে নেয়া যায় ৷ ফ্রী ট্রায়ালের পর মন চাইলে প্রিমিয়াম সার্ভিসটা নেওয়াও যায়, আবার বাতিলও করে দেয়া যায় ৷ ফ্রী ট্রায়ালে টাকার দরকার হয়না কিন্তু একটি ক্রেডিট কার্ডের নাম্বার দেয়া লাগে, সেটা রিয়েল কার্ডের নাম্বারও দেয়া যায়, আবার চাইলে অনলাইন থেকে ফেক ক্রেডিট কার্ড বানিয়েও অনেকসময় করা যায় ৷
,
আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ব্যবসার উদ্দেশ্যে ফেক ক্রেডিট কার্ড দিয়ে ঐ ফ্রী ট্রায়ালের একাউন্টগুলো বানাই ( যেহেতু একজনের কাছে এতগুলো রিয়েল ক্রেডিট কার্ড থাকা সম্ভব নাহ ) এবং বিক্রি করি সেক্ষেত্রে এধরনের ইনকাম হারাম হবে কিনা...
তাছাড়া ফ্রী ট্রায়ালের ভার্সনে কোন টাকা না কাটলেও একটি ক্রেডিট কার্ডের নাম্বার অবশ্যই দিতে হয়, আর ক্রেডিট কার্ড সবার কাছে থাকেও না বিধায় ফ্রী ট্রায়াল সবাই নিতেও পারেনা, সেক্ষেত্রে ফেক ক্রেডিট কার্ড দিয়ে ফ্রী ট্রায়ালের একাউন্ট বানিয়ে যদি ৭দিন/১৫দিন/১মাস/৩ মাস মেয়াদী প্রিমিয়াম একাউন্ট হিসেবে বিক্রি করি সেক্ষেত্রে এই বিজনেসটা হারাম হবে কি ???