ইসলামিক বিভিন্ন বিষয় যেমন বই,লেকচার শেয়ার করে ছোট ছোট কোর্স এর মত করে শেয়ার করে সেসবের জন্য রেজিষ্ট্রেশন ফি,মাসিক ফি নেয়া যাবে কিনা জানাবেন,কারন ফ্রি যেসব রিসোর্স আছে সেসব এর বিনিময়ে কোন ফি নেয়া কি জায়েজ হবে।ফ্রি কোর্স গুলোর কোন মূল্যায়ন কেউ করে না, সামান্য কিছু ফি নেয়া হলে তারপর ও সামান্য কিছু মূল্যায়ন বা সিরিয়াসনেস থাকে,প্রশ্ন হল সেসব শেয়ার করার জন্য কোন ফি নেয়া হলে আখিরাতে কোন ফল কি পাব না নাকি দুনিয়ায় সব বিনিময় নিয়ে নিলাম, ইসলামিক কোন কাজ, বই, পড়া সেসব শেয়ার করে সামান্য কিছু বিনিময় নেয়া কি জায়েজ হবে?
১)ফি থেকে নেয়া টাকা কি ব্যক্তিগত যেকোন কাজে খরচ করতে পারব?
২)অনলাইনে যেসব ফ্রি রিসোর্স ছড়ানো ছিটানো ভাবে ফ্রি তে শেয়ার করা আছে,সেসব সব গুছানো আকারে একসাথে করে কোর্সের মত করে শেয়ার করে সেসবের বিনিময়ে ফি নেয়া যাবে?
যেমনঃ আল্লাহর নাম ও গুণাবলি জানার জন্য যদি কোন ছোট কোর্স এর হয়,সেটার জন্য কিছু বই শেয়ার করা হল।বইয়ের ছবি তুলে গ্রুপে দিলাম।নির্দিষ্ট সময় পর আপডেট নেয়া হল।
প্রশ্ন হল বই নেটে এভেইলেবল আছে।সেসব শেয়ার করে নিজে শ্রম দিয়ে (যেমন ছবি আকারে প্রতিনিয়ত দেয়া,আপডেট নেয়া,কোর্স এর মত গুছানো,নেট থেকেই লেকচার যুক্ত করা তবে নিজেরা কোন লেকচার দেয়া হবে না ইত্যাদি) করে বিনিময় নেয়া যাবে?
৩) কোন ফি নেয়া হলে সেটা কি এমন হবে যে আমার কাজের মূল্য বা বিনিময় দুনিয়ায় ভোগ করে ফেললাম,আখিরাতে কিছু পাব না?
জানাবেন প্লিজ।