৩ বছর আগে স্বামী নাকি স্ত্রীকে মোবাইলে কোন একটি বিশেষ ঝগড়ার একপর্যায়ে এসএমএস লিখে তিন তালাক দিয়েছিল। তখন স্বামী স্ত্রী কেউই দ্বীনের উপর খুব বেশি আমলদার ছিলনা।
কিন্তু বর্তমানে তারা দ্বীনের উপর আমলের প্রচেষ্টায় আছেন।
এ অবস্থায় এই ঘটনাটি স্ত্রী স্বামীকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু স্বামীর কাছে তিন বছর আগের উপর্যুক্ত ঘটনাটি বিন্দুমাত্র বা ০.১%ও স্মরণ নেই বা কোন ভাবেই স্মরণ করতে পারছে না।
এই মুহূর্তে উভয়ই সত্যবাদী এবং একজনের উপর আরেকজনের বিশ্বাস আছে। জটিল বিষয় হচ্ছে, স্বামীর যে মনে নেই সেটা যেমন শতভাগ সত্য, স্ত্রীর কাছে যে ঘটনাটি স্মরণ আছে সেটাও শতভাগ সত্য।
এ বিষয়ে শরীয়তের ফায়সালা কি?