আসসালামু আলাইকুম,
কষ্ট করে ৫ টা প্রশ্নেরই উত্তর দিয়েন।
১)সহবাস এবং খালওয়াতে সহীহার পূর্বে স্বামী তার স্ত্রীকে বলেছিল আমাকে যতবার ফোন- ম্যাসেজ দিবা ,ততবার তালাক।
স্ত্রী ফোন অথবা ম্যাসেজ দিলো,তাদের মাঝে এক তালাক বায়েন পতিত হয়ে গেল।
এখন যদি তারা পুনরায় বিয়ে করে। তাহলে কি স্ত্রী আবার ফোন - ম্যাসেজ দিলে আবার তালাক হয়ে যাবে ???
পুনরায় বিয়ের পর স্বামী এমন কোন শর্ত জুড়ে দেয় নাই।
আগেরবার বিয়ের শর্তেই কি এখন ও ফোন- ম্যাসেজ দেওয়া যাবে না?দিলে তালাক পতিত হবে?
২)পুনরায় বিয়ের পর স্বামী ফোন দিলে,স্ত্রী যদি ফোন রিসিভ করে অথবা স্বামী ম্যাসেজ দিলে স্ত্রী যদি ম্যাসেজ seen করে,এতেও কি তালাক পতিত হবে? পুনরায় বিয়ের পর স্বামী কোন শর্ত জুড়ে দেয় নাই।
আগের বিয়ের শর্তঅনুযায়ী জানতে চাচ্ছি।
৩) পুনরায় বিয়ের পর স্ত্রীর যদি স্বামীকে ফোন দেওয়া প্রয়োজন পড়ে,তখন যদি স্ত্রীর নিজের মোবাইল দিয়ে অন্য কাউকে একটু স্বামীকে ফোন দিয়ে দিতে বলে এবং ঐ লোক স্বামীকে ফোন দিয়ে দেওয়ার পর স্ত্রী তার স্বামীর সাথে কথা বলে, এতে কি নতুন করে তালাক পতিত হবে,আগের বিয়ের শর্তানুযায়ী?
৪) অথবা, স্ত্রীর যখন স্বামীকে ফোন দেওয়া প্রয়োজন, তখন স্ত্রী অন্য আরেকজনকে ফোন দিয়ে বললো,যাতে সে একটু তার স্বামীকে ফোন দিয়ে বলে দেয়, তাকে যেন তার স্বামী একটা ফোন দেয়।এতে কি নতুন করে কোন তালাক পতিত হবে?
উদাহরণস্বরূপঃ
স্ত্রী একজনকে ফোন দিয়ে বললোঃ " সাদিয়া, তোমার ভাইয়াকে(মানে স্বামীকে) একটু ফোন দিয়ে বলোতো,সে( স্বামী) যেন আমাকে (স্ত্রীকে) একটা ফোন দেয়,দরকারী কথা আছে।
অর্থাৎ,স্ত্রী তার স্বামীর সাথে ফোনে কথা বলার জন্য মাধ্যম ব্যবহার করলো,যাতে তার স্বামীই তাকে ফোন দেয়।
এতেও কি তালাক পতিত হবে,আগের বিয়ের শর্তানুযায়ী????
৫) এখন ও আমাদের পুনরায় বিয়ে হয় নাই,এখন যে আমি তাকে( স্বামীকে) ফোন- ম্যাসেজ দিচ্ছি এটা তো আমদের পুনরায় বিয়ে শরীয়তসম্মত হতে কোন অন্তরায় হবে না,তাই না??? এবং এতে নতুন করে কোন তালাক ও পতিত হচ্ছে না,তাই না???