আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
364 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম

১)কোন মায়ের যদি নামাজের মধ্যে দুধ ঝরতে থাকে থাকে তাহলে নামাজের হুকুম কি?

২) বাচ্চা খাওয়ার পরও যদি অতিরিক্ত দুধের কারনে স্তন ব্যাথা করে তাহলে কি অতিরিক্ত দুধ চেপে ফেলে দেওয়া জায়েজ আছে?

৩) নিজের আপন ভাইয়ের মেয়েকে দুধ খাওয়ানো জায়েজ আছে কি?

1 Answer

+1 vote
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
অযু ভঙ্গের কারণ ৭টি। 

১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত,  নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

২.  রক্ত, পূঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। (হেদায়া-১/১০)

বিস্তারিত জানুন  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পায়খানা বা পেশাবের রাস্তা ব্যাতিত শরীরের অন্য স্থান থেকে নাপাকি বের হলে অযু ভেঙ্গে যায়।
দুধ নাপাক বস্তু নয়।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজের কোনো সমস্যা হবেনা। 
,    

لاینقض لوخرج من أذنہ ونحوہا کعینہ وثدیہ قیح ونحوہ ․․․․․ لابوجع وإن خرج بہ أي بوجع نقض؛ لأنہ دلیل الحرج الخ (درمختار مع الشامی: ۱/۲۷۹، ط: زکریا) 
সারমর্মঃ
যদি কান,চোখ, স্তন রস বের হয়,এটা ব্যাথার কারনে না হয়ে বের হলে অযু ভেঙ্গে যাবেনা।
,
(০২)
 হ্যাঁ,  অতিরিক্ত দুধ চেপে ফেলে দেওয়া জায়েজ আছে।
অন্য কোনো দুধের শিশু বা পশু পাখিকেও খাওয়ানো যাবে।
,
(০৩)
নিজের আপন ভাইয়ের মেয়েকে দুধ খাওয়ানো জায়েজ আছে। 
তবে তখন থেকেই তার সাথে দুধ সম্পর্কীয় বিধান জারী হবে।
অর্থাৎঃ
উক্ত মহিলার ছেলে আর তার ভাইয়ের মেয়ে রেজায়ী ভাই বোন হবে।
তাদের মাঝে বিবাহ হারাম হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 270 views
...