আসসালামু আলাইকুম,
১) স্ত্রী সহবাসের সময় নিজের গোপনাংগে, স্ত্রীর গোপনাংগে হাত লাগার পর মযী লাগলে পরবর্তীতে শরীরের অন্যান্য স্থানে চুলকানো বা নাক চুলকানো ইত্যাদি নানা স্থানে হাত লাগে, সেহাতে (বীর্য ব্যতীত) অন্যান্য কিছু (যেমন মযী) লাগে। এমতাবস্থায় মোবাইল ফোন, পানির বোতল বা সহবাস শেষে তোয়ালে নিয়ে গোসলে যাবার সময় এইসব বস্তু কি নাপাক হবে? নাপাক হলে করণীয় কি?
২) সহবাসের সময় মযী (বীর্য নয়) লাগা হাতে নাকের/কানের ভিতর চুলকালে, পরবর্তীতে গোসলে যাবার পূর্বে এস্তেঞ্জা করার সময় সেই নাক/কান আবার চুলকানোর পর পরবর্তীতে বদনা/হ্যান্ড শাওয়ার/পানির ট্যাপ ধরলে কি সেগুলো নাপাক হবে?
৩) ঘুমানোর আগে মযী বের হলে, সেই মযী ঘুমন্ত অবস্থায় হাতে লেগে অন্য কোন অংগে (যেমন নাক,কান, গলা,চুল) লাগলে ফযরের নামাযের পূর্বে কি গোসল করে নিতে হবে নাকি কোমরের নিচে ধুয়ে ফেলাই যথেষ্ট?
৪) মযী লাগা প্যান্ট/পায়জামা সচরাচর মযী লাগতে পারে ভেবে পরে ঘুমানো কি ঠিক?
৫) শাওয়ারের নিচে ফরয গোসল করলে দেয়ালে/পানির ট্যাপে ছিটা যেতে পারে? সেক্ষেত্রে কি করণীয়?
৬) ফরয গোসলের সময় নাকে পানি দেয়ার পর কিভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে নাকের নরম অংশে, মলদ্বারে পানি পৌঁছেছে?