আসসালামু আলাইকুম। উস্তায, মুরগির গলার ভিতরে যে রগ থাকে সেটা খাওয়া মাকরুহ বলেছেন।কেউ যদি রান্না করার আগে ও-ই রগ না বের করে রান্না করে, বলে যে খাওয়ার সময় ফেলে দিয়ে খেলেই হবে।তাহলে কি কোনো সমস্যা আছে?মানে ও-ই তরকারি খাওয়া কি মাকরুহ হবে?
মুরগির ভিতরের ময়লা বের না করে ব্রয়লারে দিলে যেমন নাজাসাত মিশে যায় এটা তো সেরকম না,তাই না?